07-10-2021, 05:01 PM
(07-10-2021, 04:07 PM)ddey333 Wrote: ডিমপোচ !!!! ???ডিমপুচ । কেন যে এই শব্দ মাথায় এসেছিলো মনে নেই। আরে বাবা " নামে কিই বা আসে যায়"। ঠিক এই সময় মাথায় কোন প্লট নেই। অনেকটা জষ্টি মাসের অবস্থা। বর্ষা আসে, মেখ জমে ধিরে ধিরে। জমাট বাধে ' দিনের আলো নিবে এলো সুজ্জি ডোবে ডোবে'। তারপর নামে শান্তির বারি। গল্প তাই । ধিরে ধিরে মাথায় আনাগোনা, তারপর এই পাড়ায় আগমন। তাই......। ধৈর্য ধরুন। জোর করে লিখতে গিয়ে ' খোঁজ' হয়েছিলো। ন্যাড়া কবার যায়? শুভেচ্ছা নেবেন।
কেউ কেউ আছেন অসাধারণ। তারা শেষ হওয়ার ১ ঘণ্টার ভিতর শুরু করতে পারেন। ......এর সায়া খুলে পরা বাকি। একবার খুলে গেলেই হোল। মৃত......এর ;., খালি বাকি।
এই মালটা খারাপ হয়নি। নামিএছি ভালই। শেষের অংশ ভেঙে দিতে পারলে বাক্য গুলো আরও ভালো হতো। ছাপানোর পর মনে হয় , 'এখানে এই কথা লিখলে পড়তে ভালো লাগত'। শেষ হওয়ার পরেও ৮০০ মতো ভিউস, চালিয়ে যাও ডিমপুচ।