07-10-2021, 02:21 PM
(This post was last modified: 22-12-2021, 06:32 PM by Bumba_1. Edited 3 times in total. Edited 3 times in total.)
জব্দ চোর
- বুম্বা -
জোড়াবাড়িতে চোর পড়েছে
রাত তখন আড়াইটা,
সবার আগে বুঝতে পারে
গেস্ট হাউজের কুকুরটা।
'ঘেউ ঘেউ ঘেউ' ডাক ছেড়ে সে
তুললো পাড়া মাথায়,
তাই না শুনে একশো কুকুর
জুটলো এসে সেথায়।
লালু, ভুলু, কালু, জিমি
যে যেখানে ছিলো,
সবাই মিলে জোড়াবাড়িতে
গোল বাধিয়ে দিলো।
চোর বাবাজি বুঝতে পেরে
দিল ভীষণ দৌড়,
কুকুরগুলোও নাছোড়বান্দা
ছুটলো পিছে ওর।
ভ্যাবাচ্যাকা খেয়ে চোর
সামনে দ্যাখে পুকুর,
ঝাঁপ দিলো সে 'জয় মা' বলে
এড়িয়ে যেতে কুকুর।
কে না জানে পদ্মপুকুর
নানান ভুতে ভরা,
মাঝে মাঝে পেত্নী ঘোরে
মাথায় নিয়ে ঘড়া।
'রাম রাম রাম' জপতে জপতে
চোর বসে রয় জলে,
কুকুরগুলো তাকে ঘিরে
শুধুই ডেকে চলে।
এমন সময় একটা শিয়াল
হঠাৎ এসব দেখে,
ভয় পেয়ে সে ছুটে চলে
জোড়াবাড়ির দিকে।
অমনি কুকুরগুলো
চোরকে ছেড়ে ছুটলো তার পিছে,
ধূর্তশেয়াল ঢুকলো গিয়ে
কালভার্টেরই নিচে।
সেখান থেকে চলে গেলো
কোথায় কোন বনে,
মিলিয়ে গেলো অন্ধকারে
একান্ত গোপনে।
কুকুরগুলো ফ্যালফেলিয়ে
দেখছে চারিধার,
সেই ফাঁকেতে চোরটা গেলো
সোজা পগারপার।
|| সমাপ্ত ||