05-10-2021, 09:21 PM
(05-10-2021, 08:48 PM)Baban Wrote:এমনও ছিল একদিন হাতে হাত ধরে মোরা হেটেছি।করেছি গল্প, দিয়েছি আড্ডা, দেখেছি কত স্বপ্ন।নানা ছিলোনা তাহা প্রেম নয় ভালোবাসাও. সে ছিল অন্য এক অনুভূতি. হয়তো বন্ধুত্ব. ছিল বিশ্বাস সর্বাধিক মাত্রায়. ছিল অনেক পাখি, শাখে শাখে দৃশ্যমান. তারাও কুহু গুঞ্জন করিয়া প্রকৃতির শোভা আরও বাড়িয়ে তুলতো. নেই আজ তারাও. এই দুরভাস যন্ত্রের প্রকোপ থেকে তারাও নিস্তার পেলোনা. ঐযে নিষ্পাপ ছোটবেলা..... সে তো কবেই হারিয়ে গেছে. সেই খেলাধুলা পাল্টে গেছে ক্রোধে. নানারকম মাদক দ্রব্যের থেকেও প্রখর আজ জয়লাভ. রিপু আজ পথপ্রদর্শক মোদের. বেশ..... তাই হোক.... পরিবর্তন যখন নিয়ম তখন সেই সম্মানর্থে বর্তমানে মোরাও হয়ে উঠি শ্রেষ্ঠ প্রাণী.
#বাবান
রিপু আজ পথপ্রদর্শক মোদের। লাইনটা সেরা লাগলো। এই একটা লাইনের জন্য রেপু দিলাম
❤❤❤