05-10-2021, 07:43 PM
(05-10-2021, 11:05 AM)ddey333 Wrote: দুঃসময়- ব্রেখট:
গাছ বলছে, কেন তার ডালে ফল ধরেনি?
কবি বলছে, কেন তাঁর কবিতার ছন্দ হারিয়ে গিয়েছিল?
সেনাপতি বলছে, কোন ভুলে হারতে হল যুদ্ধ?
ছেঁড়া ক্যানভাসে ঝুলছে রং-চটা ছবি।
ইশতেহার পড়ে আছে ধুলোয়।
ভালো ভালো কথা শুনছে না আর কেউ?
ভাঙ্গা ফুলদানি কি তবে এবার পিকদানি হয়ে উঠবে?
ট্রাজেডি কি হাস্যকর হতে হতে প্রহসনের চেহারা নেবে?
ভাঙ্গা বাড়ি ছেড়ে যাঁরা চলে যাচ্ছে, চলে যাক।
হতাশ বন্ধুর মুখের উপর যারা দরজা বন্ধ করে
দিচ্ছে, দিতেই পারে।
পুরনো পথের ঠিকানা যারা ভুলে যেতে চায়, ভুলে যাক।
পাথর যা পড়ে আছে, তা দিয়েই আবার গড়া হবে ভাঙ্গা বাড়ি।
রং যেটুকু বাকি ছিল, তাই দিয়েই ফিরে আঁকা হবে নতুন ছবি।
পথিক যারা এদিক ওদিক-
তারাই শুরু করতে পারবে
আর একটা মিছিল।
আনাজ যা পড়ে আছে
তাই দিয়েই রান্না হবে নতুন তরকারি।
শব্দ যা বাকি আছে
তাই দিয়েই লেখা হোক
নতুন গান।
অবশিষ্ট আছে যেটুকু শক্তি- সাহস- বুদ্ধি
তাই দিয়েই এখন শুরু হোক
নতুন পথের খোঁজ।
কোনো অ-মনোযোগ আর নয়।
আর নয় অ-প্রেম।
অনুশোচনাও অর্থহীন।
দুঃসময়ের ছবিটা আঁকতে হবে
নতুন সময়ের রঙে।
আমার এই লেখাটা পেলে কথা থেকে?