29-09-2021, 03:38 PM
(This post was last modified: 29-09-2021, 03:40 PM by Bichitro. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-09-2021, 05:00 PM)cuck son Wrote: "এখানে যে হাজার হাজার বছর ধরে তৈরি যে সমাজ ব্যাবস্থার কথা বললে সেই সমাজ ব্যাবস্থা কে বা কারা তৈরি করেছে?
উত্তর হলো --- আমরা পুরুষরা নিজেদের স্বার্থ অনুযায়ী হাজার হাজার বছর ধরে এই পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছি। শুধুমাত্র নিজেদের স্বার্থের উপর ভিত্তি করে"
আপনার বলা উপরের অংশটুকুর সাথে তো আমি দ্বিমত পোষণ করিনি!!!! বরং আমি তো এটাই বলতে চেয়েছি ।
যেহেতু ঐ দুই রাজ্য সম্পর্কে আমার ধারনা নেই , তাই কিছু বলতে পারছি না । সেই সমাজ ব্যাবস্থা কিন্তু টেকেনি ( যা আপনার কাছ থেকেই জানতে পারলাম)
এর কোন উত্তর হয়না কিন্তু কথা হয়। ওই যেমন কথার পিঠে কথা ওইরকম আরকি.... আর যে কথাটা এখন বলছি সেটা আমার নিজস্ব দৃষ্টভঙ্গি। তাই ভাবছিলাম বলবো কি বলবো না....
এখন বলেই ফেলছি......
নারী তান্ত্রিক সমাজ টেকে নি ওটার কারন ঔদ্ধত্য কিংবা অহংকার ও বলতে পারো। কিসের ঔদ্ধত্য? কিসের অহংকার?
উত্তর হলো --সৃষ্টি করার অহংকার। আরও ভালো করে বললে সৃষ্টি করার ক্ষমতার অহংকার বা ঔদ্ধত্য। একবার ওই ব্যক্তির স্ত্রী খুব ব্যাকুল হয়ে কিছু একটা জিজ্ঞাসা করেছিল। তার উত্তরে ওই সুদর্শন চক্র ধারী উত্তর দিয়েছিল ---কিছু চিন্তা করো না প্রিয়। সব আমার অনুমতিতে হচ্ছে।
এবার আসি ওই সৃষ্টি করার ক্ষমতার অহংকারে... ওই বিষ্টু কেষ্ট লোকটা এই পৃথিবীর একটা জাতিকে সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে। সেই জাতিকে আমরা নারী জাতি বলি। নারী জাতি নিজের গর্ভের ভিতরে সৃষ্টি করে নতুন প্রজন্ম।
এবার সেই গর্ভ নিয়ে তো ছিনিমিনি খেলা যায় না... কারন ওখানে সৃষ্টি হয়।
দ্রোপদীর পাঁচজনের সাথে বিয়ে হওয়ার পর কেষ্ট বলেছিল ---এটা পাপ। এখন প্রশ্ন হলো কেন পাপ? অর্জুন চারটে বিয়ে করতে পারে আর দ্রোপদী পাঁচটা বিয়ে করলে সেটা পাপ।
উত্তর টা তো আগেই বলেছি। ওই সেই গর্ভ। একজনের গর্ভে পাঁচজনের বীর্য প্রবেশ করে পাঁচজনের সন্তান সৃষ্টি হবে। সেখানেই পাপ। কারন সৃষ্টি নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। ওখানে তো ওই বিষ্টু কেন্ট লোকটার অহং এ আঘাত লাগবে।
আর কেউ যদি ছিনিমিনি খেলে তখন এই বইটা র মতে সে কুকুর হয়ে জন্মাবে
ওই ষোড়শ মহাজনপদ এর দুটো নারী তান্ত্রিক সমাজ ধ্বংস হয়েছিল। কারন টা হলো --- কিছু চিন্তা করো না প্রিয়। সব আমার অনুমতি তে হচ্ছে।
বর্তমানে একজন পুরুষ দশজন ভিন্ন নারীর সাথে সহবাস করতে পারে। আর যদি কোন নারী দশজন ভিন্ন পুরুষের সাথে সহবাস করে তখন তার এইডস হওয়ার সম্ভাবনা থাকে। কারনটা হলো ---- কিছু চিন্তা করো না প্রিয়। সব আমার অনুমতিতে হচ্ছে।
ইসলাম ধর্মে নারী দের পর্দা প্রথা কিংবা * পড়তে হয়। কারন হলো ---কিছু চিন্তা করো না প্রিয়। সব আমার অনুমতিতে হচ্ছে।
এবার আসি যেটা নিয়ে এই আলোচনা সভা....
যাদের কে ওই কেষ্ট বিষ্টু লোকটা সৃষ্টি করার ক্ষমতা দিল তারা যাতে ব্যাভিচার না করে তার জন্য তো কিছু করতে হবে। করেছেও...
নারীদের ভালোবাসা, প্রেম, মমতা, আদর, সবকিছু পুরুষদের থেকে বেশি গভীর হয়। নারীদের মন তাদের শরীরের থেকেও বেশি কোমল হয়। এইসব যাতে সৃষ্টি করার ক্ষমতা নিয়ে ছিনিমিনি না খেলা যায়....
তাই তুমি cuck son দা। চিন্তা করো না। নারী তান্ত্রিক সমাজ কখনো সৃষ্টি হবে না। যেখানে নারী একই সময়ে দুটো বিয়ে করতে পারে এরকম হবে না ।।। কারন --- কিছু চিন্তা করো না প্রিয় , সব আমার অনুমতিতে হচ্ছে
❤❤❤
( মতামত একান্ত ব্যক্তিগত। অচেনা কেউ এসে একটা উল্টোপাল্টা কথা বললে গালাগালি খাবে)