29-09-2021, 11:59 AM
(29-09-2021, 10:50 AM)Bichitravirya Wrote: আপনাকে কি বলে প্রশংসা করবো সেটাই ভাবছি.... কবিতার মাধ্যমে চার পাচ লাইনে যা বলা যায়... একটা গল্পে সেটাই চল্লিশ লাইনে বলতে হয়
আপনি এই কবিতায় খুব ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন... যা বলতে চাইছেন আর কি
একটা প্রশ্ন ---- এই কবিতা গুলো রাত দশটার পর কেন ছাড়েন?
❤❤❤
ধন্যবাদ ❤
তাইতো কবিতা লেখা একটা দারুন কঠিন কাজ. গল্পে গোজামিল দেওয়া যায় কিন্তু এখানে তার কোনো স্থান নাই
তোমার প্রশ্নের উত্তরে বলবো - ওরকম কোনো ব্যাপার নেই. যখন ঠান্ডা মাথায় একটু ভাবি তখনি লিখি আর পোস্ট করি. দিনরাত ওসব দেখে নয়. দুপুরেও তো ওই ভোকাট্টা, অগ্রগতি বা একটা দুটো কবিতা পোস্ট করেছি. ওগুলো তখনি ভেবে লেখা. তোমাদের যে পছন্দ হয়েছে এটাই বড়ো ব্যাপার ❤