29-09-2021, 10:50 AM
(28-09-2021, 10:32 PM)Baban Wrote: দিনগুলি - বাবান
সেই যে ছিল ছোটবেলা
দারুন দারুন মজায় ভরা
লেখাপড়া আর খেলাধুলো
এই নিয়েই কেটে যেত দিনগুলো
পুরোনো ছায়াছবি আর তার গান
শুনলে ভরে যেত মন আর প্রাণ
বন্ধুদের সাথে আড্ডা দুস্টুমি
বাবা মার আদর আর বকুনি
ছিলোনা এই দৌড়াদৌড়ি, ছিলোনা এতো চিন্তা
ছিল শিক্ষা, ছিল আগ্রহ, ছিল এগিয়ে যাবার দৃঢ়তা
আজও জন্মায় নতুন জীবন, আজও আসে ছোটবেলা
আজ নেই সেই দিনগুলো আর নেই সেই ছেলেবেলা
আজও খেলে তারা,আজও শেখে তারা, করে তারাও ভুলভাল
কিন্তু সে ভুল অনেক কালো, হয়তো দায়ী অন্তর্জাল!
আপনাকে কি বলে প্রশংসা করবো সেটাই ভাবছি.... কবিতার মাধ্যমে চার পাচ লাইনে যা বলা যায়... একটা গল্পে সেটাই চল্লিশ লাইনে বলতে হয়
আপনি এই কবিতায় খুব ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন... যা বলতে চাইছেন আর কি
একটা প্রশ্ন ---- এই কবিতা গুলো রাত দশটার পর কেন ছাড়েন?
❤❤❤