28-09-2021, 06:18 PM
(28-09-2021, 03:10 PM)a-man Wrote: দুই বিয়ে! অসাধারণ।
তাহলে তো দাদা গল্পটা আপনাকে পড়তেইইইই হবে, কোনো ছাড় নেই। গল্পের নাম "দুই সিনিয়র আপুর ভালোবাসা", গল্পটা বিদ্যুৎ রায় দাদার যে নিজস্ব ব্লগ রয়েছে সেখানে আছে, কোনোকারণে দাদা এখানে থ্রেডে পোস্ট করেন নি। গল্পটা মনে হয় আপনারই জন্যে আসলে! (লেখকের নাম জানা নেই আর এই গল্পটাও একটা মূল ধারার উপন্যাস)
গল্পটা পড়ার পরই আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিতে থাকবেন আপনার ভবিষ্যত দুই বৌয়ের ব্যাপারে সেটা বলা যায়। দুজন কে হ্যান্ডেল করার বিস্তারিত পদ্ধতিই সেখানে আছে।
চালিয়ে জান বস।
দুটো বিয়ে সাথে একটা পরকীয়া এইসবের ফরমুলা আর পরিনতি যদি জানতে চান বাংলা সিরিয়াল দেখুন। পুরুষ নারী সবার ঘরে একটা বাইরে একটা বৌ আর বর। কোন ক্ষেত্রে আবার ঘরেও থাকে। সত্যজিৎ রায় "শাখা প্রশাখা'" সিনেমায় উত্তর দিয়েছেন " ও একটা দেখলেই সব কটা দেখা হয়ে যায়"। এমনই দুর্ভাগা আমি আজ পর্যন্ত একটাও দেখলাম না। সব কপাল