28-09-2021, 12:13 PM
চান্দা কেমন যেনো ছট ফট করতে থাকলো। আহত গলায় বললো, না খোকা, কিছু মুখে দিয়ে না গেলে আমার অমঙ্গল হবে। মা সব সময় বলতো, বাড়ী থেকে কেউ যেনো খালি মুখে না যায়।
আমি বললাম, কিন্তু, তোমার মাকে তো দেখছি না।
চান্দা বললো, মাকে কি করে দেখবে? মা স্বর্গে গেছে কত আগে!
আমি বললাম, ও, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি আসি। খুব দেখতে ইচ্ছে করেছিলো তোমাকে। তাই এসেছিলাম। শুধু বলো, আমাকে আর কখনো ফাঁকি দেবে না। কেউ ফাঁকি দিলে আমার খুব কষ্ট হয়। খুব প্রতিশোধ নিতে ইচ্ছে করে। কিন্তু তোমার উপর আমি কোন প্রতিশোধ নেবো না।
চান্দা বললো, কেনো খোকা?
আমি বললাম, জানিনা। আমি আসি।
চান্দা ছট ফট করেই বললো, না খোকা, কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। আমার মাথার দিব্যি! ঘরে এখন কিছুই নেই। এক মুঠু চালও নেই যে, কিছু মুড়ি বানাবো, একটা মুয়া বানাবো। কি যে করি? আজকে হাট বার। বাবা সন্ধ্যার পর পরই চলে আসবে।
চান্দার ছট ফট ভাব দেখে আমি হাসলাম। বললাম, তুমি মিথ্যে বলছো, তোমার কাছে তার চাইতেও মধুর একটা জিনিষ আছে। চাইলে কিন্তু ওটাও আমাকে খেতে দিতে পারো।
চান্দা এদিক সেদিক তাঁকিয়ে বললো, আমি মিথ্যে বলছি? আমার কাছে মধুর জিনিষ আছে? কই?
আমি বললাম, তোমার ঠোটে। তোমার ঠোটগুলো খুবই অপরূপ!
চান্দা লজ্জিত হয়ে, দরজাটা দিয়ে বেড়িয়ে যাবার উদ্যোগ করে বললো, তুমি আসলেই খুব দুষ্ট। ওসব খাবার জিনিষ নয়।
আমি চান্দার হাতটা চেপে ধরে বললাম, হুম, দুষ্টুমীর আর কি দেখেছো? এখন পালাবে কোথায়?
চান্দা আমার চোখে চোখেই তাঁকালো। ঠোট দুটি ফাঁক করে মিষ্টি করেই হাসলো। আমি দেখলাম, রসালো নীচ ঠোটটার উপরেই উপরের পাটির মাঝ খানে দুটি দাঁত, তার দুপাশেই লুকানো ছোট ছোট দুটি দাঁত। অতঃপর কুড়ালে দুটি দাঁত অপূর্ব করে রেখেছে তার হাসিটা। আমি লোভ সামলাতে না পেরে, চান্দাকে জড়িয়ে ধরে, তার নীচ ঠোটটা আমার দু ঠোটের মাঝে চেপে ধরলাম। চান্দা তার মুখটা সরিয়ে নিয়ে বললো, খোকা, ওসব ঠিক নয়। তুমি শান্ত হয়ে বসো। বাবা আসুক, আমি রান্না করবো, তুমি খেয়ে যেও।
আমি চান্দাকে মুক্ত করে দিয়ে বললাম, থাক লাগবে না। আমি আসি।
আমি বললাম, কিন্তু, তোমার মাকে তো দেখছি না।
চান্দা বললো, মাকে কি করে দেখবে? মা স্বর্গে গেছে কত আগে!
আমি বললাম, ও, তাই নাকি? ঠিক আছে, তাহলে আমি আসি। খুব দেখতে ইচ্ছে করেছিলো তোমাকে। তাই এসেছিলাম। শুধু বলো, আমাকে আর কখনো ফাঁকি দেবে না। কেউ ফাঁকি দিলে আমার খুব কষ্ট হয়। খুব প্রতিশোধ নিতে ইচ্ছে করে। কিন্তু তোমার উপর আমি কোন প্রতিশোধ নেবো না।
চান্দা বললো, কেনো খোকা?
আমি বললাম, জানিনা। আমি আসি।
চান্দা ছট ফট করেই বললো, না খোকা, কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। আমার মাথার দিব্যি! ঘরে এখন কিছুই নেই। এক মুঠু চালও নেই যে, কিছু মুড়ি বানাবো, একটা মুয়া বানাবো। কি যে করি? আজকে হাট বার। বাবা সন্ধ্যার পর পরই চলে আসবে।
চান্দার ছট ফট ভাব দেখে আমি হাসলাম। বললাম, তুমি মিথ্যে বলছো, তোমার কাছে তার চাইতেও মধুর একটা জিনিষ আছে। চাইলে কিন্তু ওটাও আমাকে খেতে দিতে পারো।
চান্দা এদিক সেদিক তাঁকিয়ে বললো, আমি মিথ্যে বলছি? আমার কাছে মধুর জিনিষ আছে? কই?
আমি বললাম, তোমার ঠোটে। তোমার ঠোটগুলো খুবই অপরূপ!
চান্দা লজ্জিত হয়ে, দরজাটা দিয়ে বেড়িয়ে যাবার উদ্যোগ করে বললো, তুমি আসলেই খুব দুষ্ট। ওসব খাবার জিনিষ নয়।
আমি চান্দার হাতটা চেপে ধরে বললাম, হুম, দুষ্টুমীর আর কি দেখেছো? এখন পালাবে কোথায়?
চান্দা আমার চোখে চোখেই তাঁকালো। ঠোট দুটি ফাঁক করে মিষ্টি করেই হাসলো। আমি দেখলাম, রসালো নীচ ঠোটটার উপরেই উপরের পাটির মাঝ খানে দুটি দাঁত, তার দুপাশেই লুকানো ছোট ছোট দুটি দাঁত। অতঃপর কুড়ালে দুটি দাঁত অপূর্ব করে রেখেছে তার হাসিটা। আমি লোভ সামলাতে না পেরে, চান্দাকে জড়িয়ে ধরে, তার নীচ ঠোটটা আমার দু ঠোটের মাঝে চেপে ধরলাম। চান্দা তার মুখটা সরিয়ে নিয়ে বললো, খোকা, ওসব ঠিক নয়। তুমি শান্ত হয়ে বসো। বাবা আসুক, আমি রান্না করবো, তুমি খেয়ে যেও।
আমি চান্দাকে মুক্ত করে দিয়ে বললাম, থাক লাগবে না। আমি আসি।