27-09-2021, 05:00 PM
(27-09-2021, 02:55 PM)Bichitravirya Wrote: আমার মতে অটল থাকার জন্য আমাকেও যে কিছু বলতে হয়.... তুমি বললে বর্তমানে আমাদের সমাজের নারী পুরুষের যে চরিত্র সেটা গঠন হয়েছে হাজার হাজার বছর এর সামাজিক রিতিনিতির মাধ্যমে। এখানে যে হাজার হাজার বছর ধরে তৈরি যে সমাজ ব্যাবস্থার কথা বললে সেই সমাজ ব্যাবস্থা কে বা কারা তৈরি করেছে?
উত্তর হলো --- আমরা পুরুষরা নিজেদের স্বার্থ অনুযায়ী হাজার হাজার বছর ধরে এই পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছি। শুধুমাত্র নিজেদের স্বার্থের উপর ভিত্তি করে
তারপর তুমি বললে হয়তো নারীরা এইরকম সমাজ ব্যাবস্থার মধ্যে থাকলে এরকম চিন্তা ভাবনা দেখা যেত।
আমি যদি এখানে বলি মহাভারতের সময় যখন পুরো ভারতবর্ষ (এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আছে) ষোলো টা ছোট ছোট রাজ্যে ভাগ ছিল, তখন ওই ষোল টা রাজ্যের মধ্যে দুটো রাজ্য নারী তান্ত্রিক সমাজ ছিল। নারীদের বানানো সমাজ। সেখানে কিন্তু পুরুষদের দুটো স্ত্রী ছিল। এবং সেই সমাজের মেয়েরা আজকের পুরুষতান্ত্রিক সমাজের ছেলেদের মতো চিন্তা ভাবনা ও আচার আচরণ দেখাতো না
অভিমন্যুর ছেলে জনমেজয় সিংহাসনে বসার পর আর তার ছেলে পরিক্ষীৎ সিংহাসনে বসার পর বাবা ছেলে পুরো ষোল টা রাজ্য দখল করে ধ্বংস করে একটা রাষ্ট্র বানায় (যেমনটা কৃষ্ণ চেয়েছিল) । আর এর ফলে ওই নারী তান্ত্রিক সমাজ এখন বইয়ের পাতায় ছাড়া আর কোথাও নেই
❤❤❤
"এখানে যে হাজার হাজার বছর ধরে তৈরি যে সমাজ ব্যাবস্থার কথা বললে সেই সমাজ ব্যাবস্থা কে বা কারা তৈরি করেছে?
উত্তর হলো --- আমরা পুরুষরা নিজেদের স্বার্থ অনুযায়ী হাজার হাজার বছর ধরে এই পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছি। শুধুমাত্র নিজেদের স্বার্থের উপর ভিত্তি করে"
আপনার বলা উপরের অংশটুকুর সাথে তো আমি দ্বিমত পোষণ করিনি!!!! বরং আমি তো এটাই বলতে চেয়েছি ।
যেহেতু ঐ দুই রাজ্য সম্পর্কে আমার ধারনা নেই , তাই কিছু বলতে পারছি না । সেই সমাজ ব্যাবস্থা কিন্তু টেকেনি ( যা আপনার কাছ থেকেই জানতে পারলাম)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)