27-09-2021, 01:13 PM
(27-09-2021, 12:52 PM)Baban Wrote: আমি আবার ধীরে সুস্থে পড়ি... প্রতিটা লাইন অনুভব করে. নইলে আর পড়ার সফলতা কোথায়? অনেকেই খুব দ্রুত পড়তে পারেন.. আমিও পারি কিন্তু তাতে হয়তো সেই মজাটা পাওয়া যায়না. আজকের এই পর্বটা পড়তে বেশ কিছুক্ষন সময় নিয়েছি. অবশ্য আজকের পর্বটা ডিসার্ভ করে সেই সময়. বাচ্চা দুটো এবার শুধু শরীরের দিক থেকে নয়, সত্যিই বড়ো হয়ে উঠছে.
বাকি সবাই তো যে যার মতো মন্তব্য করেইছেন. সবাই নিজ নিজ জায়গায় ঠিক. আমি শুধু এইটুকুই বলবো - এটা শুরু করেছো তুমি.... শেষ পর্যন্ত যেন তোমার হাতেই পুরো নিয়ন্ত্রণ থাকে. অবশ্যই পাঠকদের কথা মাথায় রাখবে... কিন্তু লিখবে তোমার হাত আর শব্দ বেরোবে তোমার হৃদয় থেকে ❤
আপনি বিশ্বাস করবেন কি না জানি না... আমি কিন্তু এখনও পর্যন্ত খসড়ার বাইরে যাইনি.... একদম না।
শব্দ হৃদয় দিয়ে খুব কম বার হয় দাদা.... যখনই হৃদয় দিয়ে বার হয় তখনই শালা কান্না পায়.... ওই যেমন দিদিমার বুকে মাথা রেখে সুচির বলা কথা গুলো.... কাঁদিয়ে ছাড়তো আর একটু হলে
আপনি আর বুম্বাদা আমার মেন্টর... আপনাদের দুজনের পরামর্শে দুটো উপন্যাস চলছে
এইভাবেই পাশে থাকুন আর ভালোবাসা তো আছেই.... থাকবে... জানি
❤❤❤