27-09-2021, 09:55 AM
(27-09-2021, 09:41 AM)Baban Wrote: যত এগোচ্ছে গল্পটি ততই যেন অসাধারণ হয়ে উঠছে. একটা অদৃশ্য বাঁধন সৃষ্টি করছে. আজকের পর্বে ভবিষ্যতের অনেক সম্ভাব্য মুহুর্তর একটা হালকা আভাস দিয়ে গেলো. ওই সুচির নিজেকে পাল্টে ফেলা, ছাদে দাঁড়িয়ে ছোট্ট বন্ধুর ক্রিকেট খেলা দেখা, সুচিকে বারবার ঠাম্মির বলা ওই কথাটা - আকাশের খেয়াল রাখিস.... ওই মানুষটা মুখে হয়তো বেশি কিছু বলেনা কিন্তু সবার আগে সব বুঝতে পারতেন.. তাই তো নাতির মাকে নয়, এক বন্ধুকে নিজ নাতির দায়িত্ব দিয়ে গেলেন. আর শেষের...... না থাক ওটা.
এই গল্পের অন্যতম সেরা পর্বের একটি হয়ে থাকবে এটি. কারণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের অসাধারণ মেলবন্ধন পেলাম এই পর্বে. ❤❤
তৃতীয় পর্ব শেষ.. এবার চতুর্থ পর্ব শুরু হবে। দিদিমা ছাড়াও দাদুও তো এই একই কথা বলে গেছিল.... আসলে যার যা কাজ সে সেটা করছে... আমি মাঝখানে কিছুই করতে পারছি না... দেখা যাক ভবিষ্যতে কি হয়
শেষের ওই তিন পৃষ্ঠা লিখতে গিয়েই আমার দুই দিন লেগেছে... সত্যি বলছি...
আপনি আমার লেখা মন দিয়ে পড়ছেন আর এটা অন্যতম সেরা পর্ব শুনে দিল গার্ডেন গার্ডেন হো গেয়া
পরের আপডেটে প্রেম শুরু হবে... দেখি সেটা আপনাদের ভালো লাগে কি না
❤❤❤