Thread Rating:
  • 106 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---
Update 5

অফিস থেকে ফিরে , অফিস ব্যাগটা স্ত্রীর হাতে দিয়ে সোজা বাথরুমে ঢুকে গেলেন সুচির বাবা । সুচির বাবাকে একটু বেশি গম্ভীর আর চিন্তিত মনে হলো সুচির মার । তিনি ভাবলেন ‘ কিছু একটা চিন্তা করছেন মনে হয়। ‚

বাথরুমে ঢুকে চোখেমুখে জলের ঝাপটা দিতেই মাথায় আইডিয়া টা এলো। সিড়ি ভেঙে উপরে ওঠার সময় তিনি ভাব ছিলেন কি করা যায় ? এখন আইডিয়া টা মাথায় এলো । ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে খবরের চ্যানেল চালিয়ে দিলেন তিনি। রোজকার অভ্যাসের মতো সুচেতা দেবী এক কাপ গরম চা আর কয়েকটা বিস্কুট স্বামীর সামনে টেবিলে রাখলেন “ কি ভাবছো এতো ? „

“ তোমার আদরের ছোট মেয়ে আসুক। তারপর বলছি । „ খুব গম্ভীর কিন্তু শান্ত স্বরে বললেন সুচির বাবা।

সুচেতা দেবী স্বামীকে এতোটা গম্ভীর খুব কম দেখেছেন । তাই তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না। কিন্তু সুচি কি করলো সেটাই তিনি ভাবতে শুরু করলেন --- কই ! তেমন কিছুই তো হয়নি আজ। সকালে উঠে পড়তে বসে গিয়েছিল। তারপর খেয়েদেয়ে আকাশের সাথে কলেজে গেল ‘ কলেজে কিছু করলো না তা আবার ! ‚ কই কলেজ থেকে ফিরে সুচির মুখ দেখে তো তেমন কিছু মনে হয়নি। তাহলে কি করলো মেয়েটা ?

সুচির বাবার চা খাওয়া শেষ হওয়ার ঠিক বার মিনিট পর সুচি ঘরে ঢুকলো । “ কোথায় গিয়েছিলে ? „ ঘরে ঢুকতেই সুচির বাবা ভারী গলায় প্রশ্ন করলেন ।

বাবাকে এতোটা গম্ভীর খুব কম দেখেছে সুচি। তার উপর তুমি করে খুব কম ডাকেন বাবা। কোন বড়ো কিছু না হলে তুমি করে বলেন না। এ যেন আপন কে পর করে দেওয়ার একটা পন্থা। তাই একটু ভয় পেয়ে সে বললো “ আকাশের সাথে দোকানে গিয়েছিলাম। „

“ পড়াশোনার নাম নেই , সারাদিন শুধু এর ওর গায় হাত তোলো তুমি । „ ঝাঁঝিয়ে উঠলেন সুচির বাবা। তারপর একটু শান্ত হয়ে আবার বললেন “ ব্যাগ বইপত্র গুছিয়ে নাও। কালকে আমি সৌরভের সাথে কথা বলবো। তুমি হোস্টেল থেকেই মাধ্যমিক দেবে। „

সৌরভ হলো সুচির বাবার অফিস কলিগ। দুজনেই সমবয়সী বলা যায়। সৌরভের মেয়ে শিল্পী দার্জিলিংয়ের এক হোস্টেলে থেকে পড়াশোনা করে । এই খবরটা সুচি জানে। বাবা মাকে ছেড়ে অতদূরে থেকে পড়াশোনা করে এই খবরটা সুচির বাবা একবার বলেছিলেন।

বাবা তাকে হোস্টেলে পাঠিয়ে দেবে কথাটা শুনেই যেন সুচির পায়ের নিচের মাটি সরে গেল। মাথা আর কাজ করছে না । মা বাবা দিদি দিম্মা আকাশ কে ছেড়ে দূরে থাকতে হবে ভেবেই ডুকরে কেঁদে উঠলো। চোখের জল যেন ঠিক বর্ষার বৃষ্টিতে প্লাবিত নদীর বাঁধ ভেঙে যাওয়া জলের মতো বেরিয়ে এলো । বাবার পায়ে হুমড়ি খেয়ে পরে বাবার পা জড়িয়ে ধরে বললো “ বাবা আমি পারবো না তোমাদের ছেড়ে , আমি অতদূরে তোমাদের ছেড়ে থাকতে পারবো না । „ কথাগুলো বলতে বলতে দমবন্ধ হয়ে আসছে সুচির “ বাবা প্লিজ এমন করো না। আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না। „

মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেবে শুনে সুচেতা দেবীর বুকটাও  যেন খালি হয়ে গেল। চোখের কোনায় জল এসে চিকচিক করে উঠলো “ ও কি এমন করলো যে তুমি ওকে হোস্টেল পাঠিয়ে দিচ্ছো ? „

সমরেশ বাবু স্ত্রী আর মেয়ের চোখের জল দেখতে পারলেন না। তার বুকটাও কেঁদে উঠলো। কিন্তু তিনি এই সিদ্ধান্তে অটল থাকতে চান। তাই স্ত্রী আর মেয়ের কথার উত্তর না দিয়ে সোফা থেকে উঠে , নিজের পা সুচির হাত থেকে ছাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন।

সুচি আর একবার “ বাবা আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। „ বলে বাবার পা ধরার চেষ্টা করলো। কিন্তু পা ধরার আগেই সমরেশ বাবু ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। ঘরে ঢোকার সময় আর একবার সুচিকে উদ্দেশ্যে করে বললেন “ ক্লাস টেন হোস্টেল থেকেই পড়বে তুমি। „

আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিনের মতোই বাস ধরেছিলেন সুচির বাবা । কিন্তু ভাগ্য ভালো থাকায় উইন্ডো সিট পেয়ে গেছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তিনি বাইরের রাস্তার দিকে তাকিয়ে আসছিলেন। বাস থেকে নামার কিছু আগে তিনি বাসের জানালা দিয়ে দেখতে পেয়েছিলেন একটা মুদিখানার দোকানে তার ছোট মেয়ে আর আকাশ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তিনি দেখতে পেলেন সুচি আকাশকে একটা চড় মারলো।

এই ঘটনায় তিনি রেগে গেলেন এবং এর বিরুদ্ধে কি করা যায় সেটাই তিনি ভাবছিলেন । সুচি যে আকাশকে মারে এটা তিনি শুনেছেন। আজ স্বচক্ষে দেখলেন। আকাশ হলো শুভাশীষ বাবুর একমাত্র ছেলে। যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় তখন কি জবাব দেবেন তিনি। তাই বাকি রাস্তা টুকু আসার সময় তিনি এটাই ভাবছিলেন যে কি করা যায় ?

বাবা ঘরে ঢুকে গেলে সুচি মায়ের বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাকে বললো “ মা তুমি বাবাকে বলো না আমি থাকতে পারবো না। তোমাদের ছেড়ে কখনো থাকিনি। আমার খুব কষ্ট হবে মা। আমি পারবো না। „

“ বারবার বলেছি পড়াশোনায় মন দে। আর দুষ্টুমি করিস না। নে এখন হলো তো ! „ বেশ রাগী স্বরে বললেন সুচেতা দেবী।

“ মা প্লিজ তুমি বাবাকে বলো আমি তোমাদের ছেড়ে একা থাকতে পারবো না । „  সুচির দুই গাল বেয়ে এখনও চোখের জল ঝরে পড়ছে।

সুচেতা দেবী এবার একটু শান্ত হয়ে সুচির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন “ চিন্তা করিস না । তোকে কোথাও যেতে দেবো না আমি । „

কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর সুচেতা দেবী চলে গেলেন রাতের খাবার গরম করতে। মা চলে যেতে সুচি সোফায় এসে বসলো । সুচির বাবা খবর দেখছিলেন। সুচির সামনে টিভিতে এখন খবরের চ্যানেল চলছে। কোন এক নাম না জানা মহিলা খবর বলছে কিন্তু টিভির পর্দায় তার মন নেই। হঠাৎ আসা এই দুঃখ এখন অনেকটা সয়ে এসছে। চোখের জল এখন শুকিয়ে এসছে। মনে মনে সে বললো ‘ না সে যাবে না। কখনোই যাবে না মা , দিদি , বাবা , আকাশ দিম্মাকে ছেড়ে। ‚

দিম্মার কথা মাথায় আসতেই রিমোটের বোতাম টিপে টিভি বন্ধ করে দিয়ে সে সোজা চলে এলো আকাশের ফ্ল্যাটে। আকাশের বাবা এখনও অফিস থেকে ফেরেন নি।

ফ্ল্যাটে ঢুকে সুচি দেখলো দিম্মা আর আকাশের মা সোফায় বসে টিভিতে বাংলা ঘরোয়া ধারাবাহিক দেখছেন। আকাশ তখন নিজের ঘরে পড়ছে। সুচি গিয়ে দিদিমার পাশে গিয়ে বসে দিদিমাকে জড়িয়ে ধরলো। দিদিমা ধারাবাহিক দেখার মাঝেই সুচিকে পরম আদরে নিজের কাছে টেনে নিলেন।

প্রায় তিন চার মিনিট পর দিদিমা খেয়াল করলেন সুচির চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে “ এমা তুই কাঁদছিস ? „ মায়ের কথায় স্নেহা দেবী সুচির মুখ দেখলেন। সত্যি সুচি চুপচাপ কেঁদে যাচ্ছে। কোন শব্দ হচ্ছে না।

“ বাবাকে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে । „

“ কেন ? কি হলো হঠাৎ ? „ মা মেয়ে যেন আকাশ থেকে পড়লেন। তাই দুজনেই একসাথে প্রশ্নটা করলেন।

“ আমি জানি না। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না দিম্মা । „ বলতে বলতে ফুপিয়ে কাঁদতে শুরু করলো সুচি।

“ কাঁদিস না ।  „ বলে চোখের জল মুছিয়ে দিয়ে বললেন “ কি এমন করেছিস তুই যার জন্য তোকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে ? „

“ আমি জানি না দিম্মা । তুমি বাবাকে বলো না। তোমার কথা নিশ্চয়ই শুনবে। আমি তোমাদের ছেড়ে একা থাকতে পারবো না । „

“ ঠিক আছে আমি বলবোখন । এখন তোর বাবা অফিস থেকে ফিরেছে। নিশ্চয়ই খুব ক্লান্ত। কাল সকালে বলবো। „ বলে সুচিকে আরো কাছে টেনে নিলেন।

রাতে সুচি খেতে এলো না। চুপচাপ খাটে শুয়ে রইলো। রাতের খাওয়া খেয়ে সুমি ঘরে এসে মশারি টাঙিয়ে সুচির পাশে এসে শুলো। কিছুক্ষণ পর সুমি বললো “ খেলি না কেন ? খাবারের উপর রাগ করতে আছে ! „

চোখের জল শুকিয়ে এসছে সুচির। দুঃখটাও অনেক সয়ে এসছে। সুচির বিশ্বাস দিম্মা নিশ্চয়ই পারবে বাবাকে রাজি করাতে । মা বাবাকে রাজি করাতে পারবে না মনে হয় ! “ দি তুই বল না বাবাকে। আমি তোদের ছেড়ে কি করে থাকবো বল ! „ বলে সুমিকে জড়িয়ে ধরলো ।

“ আচ্ছা আমি বাবাকে বলবোকন। খাওয়ার সময় দেখলাম বাবা রেগে আছে। সময় হলে বলবো । „

ওদিকে খাটে শুয়ে সুচেতা দেবী বললেন “ ও পারবে না । হোস্টেলে শুনেছি সবকিছু নিজেকেই করে নিতে হয়। কখনো রান্না ঘরে ঢোকেনি ও। কিভাবে থাকবে একা ! „

“ পনেরো বছর বয়স হয়ে গেছে। নাইনে পড়ে। এখন না শিখলে কবে শিখবে ও। এখন আর ছোট নেই। এটাতো ওকেও বুঝতে হবে। এই নিয়ে আর কোন কথা বলতে চাই না । „ কথাটা বলে পাশ ফিরে শুলেন সুচির বাবা।
সুচি মনে করছে সে পড়াশোনা মন দিয়ে করে না তাই বাবা তাকে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে। কিছুদিন শান্ত হয়ে মন দিয়ে পড়াশোনা করলে বাবান মন বদলাতে পারে। তাই সে সকালবেলা উঠে সাড়ে ছটার মধ্যে সকালের টিউশনে চলে গেল। সাতটা থেকে নটা টিউশন তারপর কলেজ।

সুমি আর সুচি আর প্রাইমারি কলেজে পড়ে না। তাই ভোরবেলা উঠে কলেজে দিয়ে আসার চিন্তা নেই। এখন সুচির বাবা সাতটার দিকে ঘুম থেকে উঠে , ব্রেকফাস্ট করে , স্নান করে সাড়ে নটার মধ্যে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েন।

ঠিক আটটার সময় এলেন দিদিমা। সমরেশ বাবু তখন স্নান সেরে অফিসের জামা কাপড় পড়ে ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে খবরের কাগজ পড়ছিলেন। দিদিমা ঘরে ঢুকে বললেন “ আসতে পারি ? „

“ আরে মাসিমা আপনি অনুমতি চাইছেন কেন। এটা তো আপনাদেরই ঘর। „ সুচির বাবা টেবিল উঠে দাঁড়িয়ে বললেন কথাটা।

মাসিমাকে দেখে সুচির মা বুঝতে পারলেন ‘  সুচিই মাসিমাকে এখানে এসে কথা বলতে বলেছে । ‚ মনে মনে মেয়েকে প্রশংসা করলেন তিনি ‘  আমাদের কথা না শুনলেও মাসিমার কথা নিশ্চয়ই শুনবে। ‚

দিদিমা একটু হেসে সুচির বাবার সামনের টেবিলে বসলেন “ কাল রাতে সুচি কাঁদতে কাঁদতে আমার কাছে এসছিল । „

সুচি কাঁদছিল শুনে সমরেশ বাবু খবরের কাগজ থেকে মুখ তুলে তাকালেন। সুচির বাবা বুঝলেন দিদিমা কেন এই সাতসকালে এখানে এসছেন । সুচির বাবাকে চুপ থাকতে দেখে দিদিমা আরও বললেন “ সুচি শুধু বারবার একটাই কথা বলছিল ‘ ও আমাদের ছেড়ে থাকতে পারবে না। ‚ কথাটা বলে একটু থেমে দিদিমা আরও বললেন  “ হ্যাঁ মানছি সুচি সুমির মতো পড়াশোনায় ভালো না.....

“ পড়াশোনার জন্য নয় মাসিমা। আমি জানি সবাই এক হয় না। এক বুদ্ধি নিয়ে জন্মায় না। আর আমি চাইও না সুচি সুমির মতোই ব্রিলিয়ান্ট রেজাল্ট করুক ....

“ তাহলে তুমি ওকে হোস্টেলে পাঠাচ্ছো কেন ? „ সুচির বাবার কথার মাঝখানেই জিজ্ঞাসা করলেন দিদিমা।

“ ও এর ওর গায় হাত তোলে.....

“ কই ! এখন তো আর কাউকে মারে না ! „ আবার সুচির বাবাকে কথা শেষ করতে দেওয়ার আগেই বলে উঠলেন দিদিমা।

“ কালকেই আমি আকাশের গায় হাত তুলতে দেখেছি । যদি উল্টো পাল্টা কিছু একটা হয়ে যায় তখন......

“ দেখো আকাশ সুচির থেকে ছোট । তাই একটু শাসন করে। তুমি এই ছোট একটা বিষয় নিয়ে ওকে দূরে পাঠিয়ে দিও না। মায়ের কোল খালি কোরো না। „ শেষ কথাটা বলতে গিয়ে দিদিমার গলার স্বর কেঁপে উঠল। কোল খালি হয়ে যাবে শুনে রান্নাঘরে থাকা সুচেতা দেবীর চোখেও জল চলে এলো। তিনি এতক্ষণ চুপচাপ তার স্বামী আর মাসিমার কথা শুনছিলেন।

সুচির বাবা চুপ করে রইলেন। কি বলবেন তিনি ? একা কতক্ষণ বলা যায় ! তার স্ত্রী , বড়ো মেয়ে তো আগেই বারন করছিল এখন মাসিমাও  এদের দলে যোগ দিলেন। সুচির বাবাকে চুপ থাকতে দেখে দিদিমা বললেন “ সুচি বড়ো হচ্ছে। এখনও মনটা কোমল আছে। এখন যদি তুমি ওকে দূরে পাঠিয়ে দাও তাহলে তোমাদের বিরুদ্ধে ওর মন ঘুরে যেতে পারে। ওকে দূরে পাঠিয়ো না। আগের মতো সুচি এখন কাউকে মারেও না। একটু একটু করে বুঝতে শিখছে। ওকে সময় দাও । ও ঠিক বুঝবে কোনটা ঠিক আর কোনটা ভুল....

দিদিমা আরও কিছু কথা বলে সুচির মায়ের হাতে এক কাপ গরম চা খেয়ে চলে গেলেন। আজকে সমরেশ বাবু একটু বেশি তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সুচেতা দেবী ভাবলেন হয়তো সুচির বাবা রেগে আছেন ।

সুচি টিউশন থেকে ফিরে নিজের ঘরে না গিয়ে সোজা দিদিমার কাছে চলে গেল। কাঁধে কলেজ ব্যাগ নিয়েই দিদিমাকে জড়িয়ে ধরলো। দিদিমা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন “ তোর বাবাকে বলেছি। আর পাঠাবে না। এখন কলেজে যা । আর শোন কিছুদিন শান্ত মেয়ে হয়ে থাকে। „ সুচি দিদিমার গালে একটা চুমু খেয়ে চলে গেল। সকালের খাওয়া খেয়ে আকাশের সাথে কলেজে চলে গেল।
[Image: 20220401-214720.png]
[+] 4 users Like Bichitro's post
Like Reply


Messages In This Thread
RE: মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) চলছে :--- - by Bichitro - 27-09-2021, 09:00 AM



Users browsing this thread: 27 Guest(s)