26-09-2021, 09:03 PM
(22-09-2021, 01:55 PM)Bichitravirya Wrote: এই গল্পটা অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজকে ব্যাঙ্গ করে লেখা হয়েছে তবুও আমার মনে হচ্ছে এটা একটা পুরুষের লেখা..... কারনটা হলো.... আমরা পুরুষরা নিজেদের মা জাতিকে নিয়ে এইসব ভাবলেও কোন মহিলা কিন্তু তার ছেলে বাবা স্বামী সম্মন্ধে এগুলো ভাবে না.... লেখক শুধু বর্তমানে প্রচলিত পুরুষদের নিয়মে গুলো নারীদের করে দিয়েছে.... কিন্তু একজন নারী এটা কখনোই চায় না
এতদিনে এই সমাজে চারিপাশে নারীদের মাঝে থেকে আমি এটাই বুঝেছি।
❤❤❤
একটু দ্বিমত প্রকাশ করছি , বর্তমানে আমাদের সমাজের নারী পুরুষদের যে চরিত্র সেটা গঠন হয়েছে হাজার হাজার বছর এর সামাজিক রিতিনিতির মাধ্যমে । এখন লেখক সাহেব যেমন লিখছেন হয়ত নারীরা এইরকম সমাজ বেবস্থার মধ্যে থাকলে এমন চিন্তা ভাবনা ও আচার আচরন তদের মাঝেও দেখা যেত ।