25-09-2021, 11:03 AM
মৃত্যু থেকে শুরু
পরের বার আমি মৃত্যু থেকে শুরু করতে চাই,
হসপিটালের বেড এ জেগে উঠবো আমি,
সমস্ত মেশিনে বিপ বিপ।
রোজ রোজ একটু একটু করে ভালো হতে থাকবো,
একদিন ওঁরা আমায় তাড়া দেবে;
"যান যান আপনার সব ঠিক"।
বছর বছর বসে বসে পেনশন খাবো,
তারপর একদিন প্রথম অফিস যাবো।
প্রথম দিনেই ওঁরা আমার হাতে তুলে দেবে ফুলের তোড়া,
গ্রূপফোটোফ্রেম,
তারপর ৪০ বছর ধরে রোজ অফিসযাবো,
প্রতি বছর বাড়বে কাজের প্রতি প্রেম।
বৌ ও আমি বুড়োবুড়ি থেকে ছুড়োছুড়ি হবো,
ছেলে মেয়েরা বড়ো থেকে ছোট হবে,
তারা ঘরে ফিরে আসবে ,হাটতে শিখবে।
একসাথে অনেক বছর ঘর করার পর
আমাদের বিয়ে হবে, পাহাড়ে ঘুরতে যাবো।
তারপর অফিস থেকেও তাড়িয়ে দেবে,
বলবে খোকা যা যা কলেজ যা
তারপর কলেজ যাবো, যাবো নার্সারী,
বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা।
তারপর টুক করে ঢুকে যাবো মায়ের মধ্যে,
আঃ কি আরাম, কি নরম মমতাময় সেই অন্ধকার।
তারপর কোষ হয়ে মিলিয়ে যাবো অনন্তে নিরাকার।
পরের বার আমি মৃত্যু থেকে শুরু করতে চাই
হসপিটালের বেড এ জেগে উঠবো আমি,
সমস্ত মেশিনে বিপ বিপ।
ভাবানুবাদ: তানীয়া মুখার্জী
Poem: My Next Life by
George Carlin (1937-2008)
পরের বার আমি মৃত্যু থেকে শুরু করতে চাই,
হসপিটালের বেড এ জেগে উঠবো আমি,
সমস্ত মেশিনে বিপ বিপ।
রোজ রোজ একটু একটু করে ভালো হতে থাকবো,
একদিন ওঁরা আমায় তাড়া দেবে;
"যান যান আপনার সব ঠিক"।
বছর বছর বসে বসে পেনশন খাবো,
তারপর একদিন প্রথম অফিস যাবো।
প্রথম দিনেই ওঁরা আমার হাতে তুলে দেবে ফুলের তোড়া,
গ্রূপফোটোফ্রেম,
তারপর ৪০ বছর ধরে রোজ অফিসযাবো,
প্রতি বছর বাড়বে কাজের প্রতি প্রেম।
বৌ ও আমি বুড়োবুড়ি থেকে ছুড়োছুড়ি হবো,
ছেলে মেয়েরা বড়ো থেকে ছোট হবে,
তারা ঘরে ফিরে আসবে ,হাটতে শিখবে।
একসাথে অনেক বছর ঘর করার পর
আমাদের বিয়ে হবে, পাহাড়ে ঘুরতে যাবো।
তারপর অফিস থেকেও তাড়িয়ে দেবে,
বলবে খোকা যা যা কলেজ যা
তারপর কলেজ যাবো, যাবো নার্সারী,
বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা।
তারপর টুক করে ঢুকে যাবো মায়ের মধ্যে,
আঃ কি আরাম, কি নরম মমতাময় সেই অন্ধকার।
তারপর কোষ হয়ে মিলিয়ে যাবো অনন্তে নিরাকার।
পরের বার আমি মৃত্যু থেকে শুরু করতে চাই
হসপিটালের বেড এ জেগে উঠবো আমি,
সমস্ত মেশিনে বিপ বিপ।
ভাবানুবাদ: তানীয়া মুখার্জী
Poem: My Next Life by
George Carlin (1937-2008)