25-09-2021, 09:31 AM
এয়ারপোর্টের দিকে যেতে যেতে ট্যাক্সিতে বসে ট্রেসি ভাবতে লাগল, যদি অ্যাম্বুলেন্সটা দেরি করে ফেলে? যদি রোম্যানো মরে যায়? তাহলে তো সে খুনি ছাড়া আর কিছু নয়। বন্দুকটাও সে ওই বাড়িতে ফেলে এসেছে। ওটাতে তার আঙুলের ছাপ রয়েছে। না। সে পুলিশকে বলবে যে রোম্যানো তাকে বলাৎকার করতে গিয়েছিল, আর নিজেকে বাঁচাতে ঘটনা চক্রে বন্দুকটা চলে গেছে। সে মারতে চায় নি। কিন্তু ওরা কি সেটা বিশ্বাস করবে? না করবে না। সে বেনামে বন্দুকটা কিনেছিল। আচ্ছা কতক্ষন হলো? আধ ঘন্টা? এক ঘন্টা? তাকে যে করেই হোক নিউ অর্লিন্স থেকে বেরিয়ে যেতেই হবে।
‘কার্নিভাল ভালো লেগেছে?’ ট্যাক্সি ড্রাইভার প্রশ্ন করল।
একটা ঢোক গিলে উত্তর দিল কোন রকমে, ‘হ্যা... ওই আর কি’ পার্স থেকে নিজের হাতআয়নাটা বের করে নিজের দিকে তাকালো। নিজেকে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করল। ইশ। কি বোকার মত রোম্যানো কে স্বীকারক্তি করাতে গিয়েছিল সে। সব গন্ডগোল হয়ে গেল। চার্লসকে কি বলবে ও? ও শুনে খুব শকড হবে নিশ্চয়। কিন্তু ট্রেসি যখন ওকে সব খুলে বলবে, তখন ও ঠিক বুঝবে। চার্লস জানে এবার কি করতে হবে। ও ঠিক ট্রেসিকে বাঁচাবে।
******
‘কার্নিভাল ভালো লেগেছে?’ ট্যাক্সি ড্রাইভার প্রশ্ন করল।
একটা ঢোক গিলে উত্তর দিল কোন রকমে, ‘হ্যা... ওই আর কি’ পার্স থেকে নিজের হাতআয়নাটা বের করে নিজের দিকে তাকালো। নিজেকে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করল। ইশ। কি বোকার মত রোম্যানো কে স্বীকারক্তি করাতে গিয়েছিল সে। সব গন্ডগোল হয়ে গেল। চার্লসকে কি বলবে ও? ও শুনে খুব শকড হবে নিশ্চয়। কিন্তু ট্রেসি যখন ওকে সব খুলে বলবে, তখন ও ঠিক বুঝবে। চার্লস জানে এবার কি করতে হবে। ও ঠিক ট্রেসিকে বাঁচাবে।
******