24-09-2021, 04:15 PM
(This post was last modified: 24-09-2021, 04:15 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
পুনশ্চঃ কতক্ষণ তন্ময় হয়ে বসে এসব এলোমেলো ভাবছিলাম জানি না, সংবিৎ ফিরল টিভি বন্ধের আওয়াজে। উদ্দালক সোফা থেকে উঠে পড়েছে, তার গন্তব্য এখন বেডরুম। শয্যায় নিজের পিঠটা ঠেকাতে যতটুকু সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হবে নাসিকা গর্জন। এ আমার রোজনামচায় অধিকাংশ রাতের অভিজ্ঞতা।
ভূতের মত একা একা বসে থাকি। অদূরেই এলসিডি স্ক্রিনের বুকে আমার অস্বচ্ছ প্রতিবিম্ব।
কে ও? আমি, না লিসবনের স্বপ্নঝরানো সেই রাতের নারী?
কি যেন বলতে চায় সে।
নীরব সে ভাষা বুঝতে একটুও অসুবিধে হয় না। মোহাচ্ছন্নের মত শুনে যাই।
'অসতীত্বের পথ এখনও অনেক বাকি যাজ্ঞসেনী...'
________
ভূতের মত একা একা বসে থাকি। অদূরেই এলসিডি স্ক্রিনের বুকে আমার অস্বচ্ছ প্রতিবিম্ব।
কে ও? আমি, না লিসবনের স্বপ্নঝরানো সেই রাতের নারী?
কি যেন বলতে চায় সে।
নীরব সে ভাষা বুঝতে একটুও অসুবিধে হয় না। মোহাচ্ছন্নের মত শুনে যাই।
'অসতীত্বের পথ এখনও অনেক বাকি যাজ্ঞসেনী...'
________