24-09-2021, 04:09 PM
(24-09-2021, 03:51 PM)Baban Wrote:হটাৎ দেখি সেদিন সকালটা যে আলোয় আলোয় ভরানেই কোনো যে কালোর স্পর্শ, নেই কালোর ভক্ত যারানেই কোনো যে দুঃখ ওগো নেই কোনো ভুল ভ্রান্তিশুধুই আলো চারিদিকে শুধুই যে গো শান্তিকোথায় আমি? কোথায় ইহা? কোন জগতে আমি?হটাৎ দেখি নীল এক বালক এসে বলে আমি জানিআমি সুধাই ওগো বালক তুমিই বলো নাহয়জানোই যদি বলেই ফেলো তুমিই আমার সহায়বালক বলে আছো তুমি আমার ঘরে ইহা এখন তোমারনেই যে কালো নেই যে গরল শুধুই যে সুখ এবারআমি সুধাই ওহে বালক কেগো তুমি লাগছে খুবই চেনাবালক হাসে... বলে বন্ধু.... তোমার আছে গো তা জানাকেউ গো বলে মাখন চোর কেউ বা দুস্টু গোপালকেউ বা বলে গোবিন্দ, হরি, কেউ বা নন্দলালআমি হাসি... জড়িয়ে বলি চিনতে পারছি অল্পএখন থেকে তুমি বন্ধু আমার, খেলবো করবো গল্প
-বাবান
বুঝতে আমি পারছি.... বেশ ভালোই বুঝতে পারছি.....
এই কবিতাটা আগের সব কবিতাকে ছাপিয়ে গেছে.... ছন্দ, তাল, অর্থ সবকিছু ফাটাফাটি।
❤❤❤