24-09-2021, 01:51 PM
(23-09-2021, 10:06 PM)dimpuch Wrote: দেখা যাক শেষমেশ কি হয়। তবে একটা সারপ্রাইস থাকবে। ধন্যবাদ
ইয়েস। এই রকম সমালোচনা চাই। না পারেনা ক্ষমা করতে, সেইজন্য টাপুর টুপুর মনীষাকে আপনি করে সম্বোধন করে, মা বলে ডাকে না। নিজেদের মধ্যে ঠাট্টা করে। যে সম্মান মা হিসাবে প্রাপ্য, বঞ্চিত করে তার থেকে।
পিউ ও তাই। আজকালের ছেলে মেয়েরা অনেক বেশি মুক্ত মনের,তারা অনেক কিছু মেনে নিতে পারে অন্তত লোক দেখানোর হলেও। তাই পিউ বলে বন্ধুদের জন্য একটু হাস। কাজ চালানর মতো সম্পর্ক হয়ত গড়ে উঠবে কিন্তু অধরা থেকে যাবে মা মেয়ের হৃদ্যতা। মনীষা আবার মনীষা হবার চেষ্টা চালাবে, রোম নিশ্চয়ই শাড়ি পড়ে মেয়ের কলেজে যেত, না হলে জিন্স কেন পড়তে বলবে।
একটা কথা মনে রাখবেন, আমি কোন লেখক নই। সাহিত্য কিছু পড়ি তার মানে যে সব বুঝি তা নয়। নিজেকে ওই যায়গায় ফেলে বোঝার চেষ্টা করি। সব ক্ষেত্রে হয়ত সফল হই না
সমালোচনা করবেন। মা বাবা তুলে গালি না দিয়ে যা খুশি লিখবেন
শুভেচ্ছা রইল । সিনেমা বানালে বানাক, নো পয়সা ।
দাদা আপনি শুধু মাত্র একজন লেখক নন । তার সাথে একজন শীল্পীও । সত্যিিকার বাস্তব ঘটনা যাার লেখনীর জাদুতে গল্পের আকার নেয়।
PROUD TO BE KAAFIR