23-09-2021, 07:03 PM
(23-09-2021, 05:59 PM)Biddut Roy Wrote: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য। আসলে এই থ্রেড তলানিতে এসে পরেছে যে চখেই পড়েনি কমেন্ট।
আসলে আমি নিজেও জানিনা এই গল্পটার মূল লেখক কে।
নেটে সার্চ দিলে এগুলো গল্প পাওয়া যায়। যেখানে নিজের নাম দিয়ে অনেকেই গল্পগুলোর কপি পেস্ট করে।
তাই বলতে পারবনা এই গল্পের মূল লেখক আরও কোন গল্প লেখেছেন কিনা।
এই ধরনের লেখা খুব ভালো লাগে.... কিন্তু পড়িনা....। এটা আমাকে a-man পড়তে বলেছিলেন তাই পড়েছিলাম.... খুব ভালো লেগেছিল। পড়ার পর কমেন্ট করেছিলাম। একটা প্রশ্ন ও করেছিলাম.... সেটার উত্তর পাইনি তাই রেগে ছিলাম.... এখন ঠিক আছে....
এই xossipy তে আসার আগে আপনার ওয়েবসাইটে বেশ যাতায়াত করতাম.... খুব সুন্দর কালেকশন আপনার.... প্রায় সব বিখ্যাত লেখকের বিখ্যাত লেখা আপনার ওয়েবসাইটে আছে.... আর সবথেকে সুন্দর লাগে হলো আপনি নাম দেন লেখকের.... এরকম আরো একটা ওয়েবসাইট জানি.... আপনি আপনার এই কালেকশন করতে থাকুন .... খুব দরকার।
❤❤❤