23-09-2021, 03:42 PM
(22-09-2021, 11:38 PM)Baban Wrote: চারিপাশের বাস্তবিক সত্য ও পরিস্থিতি আগুনের ন্যায় সবার মধ্যে ক্রমবর্ধমান. মোদের অভ্যন্তরের চাহিদা ও ইচ্ছা ক্ষুদার্থ দানবের মতন অগ্রগতি নামক অবণতির দিকে অগ্রসর হয়ে চলেছে. কে আপন? কে পর? কি ন্যায়? অন্যায়ের ব্যাখ্যা কি? আজ আমরা সব একাকার করিয়া নিজের মতন অর্থ উৎপাদন করিয়া তার পথ অনুধাবন করিয়া চলিতে পছন্দ করি. কৌতূহল ও হিংসে যেন একে ওপরের পরিপূরক হইয়া ক্ষতিকে আমন্ত্রণ জানাতে চায়. এইসবই আজ এক লেখকের কলমের দ্বারা সকলের সম্মুখে আসছে... কিন্তু শুধুই কয়েকটা লাইন হয়েই থেকে যাবে তাহা.
# বাবান
এইসব কথা এখানে বলা বারন ... জানেন না এইসব বললে এই সাইটের গরিমা নষ্ট হয়....
লাইন হয়ে থাকবে বইয়ের পাতায়.... আর জীবন যুদ্ধের যোদ্ধাদের বুকে এগুলোই স্লোগান হিসাবে দামামা বাজবে.. বাজছে .... আর যারা শান্তি চায়, সন্ন্যাসে বিশ্বাসী, ভালোবাসা যাদের রোম রোমে তাদের কাছে এটা এই জীবন যোদ্ধাদের বিরুদ্ধে সাতা পতাকা....
❤❤❤