23-09-2021, 09:47 AM
বেশি সময় লাগল না। বারের পাশে পানপাত্রে চুমুক দিতে দিতে একদৃষ্টে দেখে চলেছে আমার শরীরী হিল্লোল। চোখে চোখ পড়তেই ছ্যাঁৎ করে উঠল বুকের ভিতরটা। ঈশ্বর একে অনেক যত্ন নিয়ে বানিয়েছেন। পেটানো দীর্ঘ চেহারা, চওড়া কাঁধ, টানটান ঋজু মেরুদণ্ডে নিয়মিত শরীরচর্চার আভাস। একমাথা অবাধ্য চুলের কয়েকগাছি কপালে এসে পড়লে অবহেলায় তাদের স্বস্থানে ফেরত পাঠাচ্ছে। পরনে সাধারণ জিন্স-টিশার্ট, তাও কি অতুলনীয়!
মন্ত্রমুগ্ধার মত পায়েপায়ে এসে বসি পাশের সিটটায়। বুকের মাঝে সহস্র মাদল বাজছে। বাইরে অবশ্য একইরকম উন্নতগ্রীবা মরালীর ভাব, যেন তাকে লক্ষ্যই করিনি, স্রেফ নাচতে নাচতে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছি।
ওদিকে না তাকালেও নারীসুলভ অতিরিক্ত ইন্দ্রিয় জানাল সে আমাকেই দেখছে। অযথা নিজের চুলগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দুইহাত তোলার অছিলায় উন্মুক্ত হয় নির্লোম মসৃণ বাহুমূল। বক্ষশোভা আরও একটু ঠেলে ওঠে স্যাটিনের পাতলা আস্তরণ ভেদ করে। এ ব্রহ্মাস্ত্র আজ অবধি লক্ষ্যভ্রষ্ট হয়নি।
‘হাই, আয়্যাম রাফায়েল’
কানের খুব কাছে স্পষ্ট মন্দ্রস্বরে উচ্চারিত শব্দগুলো বোঝাল এখনও আমার অস্ত্র আগের মতই অব্যর্থ। অপাঙ্গে তাকালাম।
‘আয়্যাম যাজ্ঞসেনী’
‘হোয়্যার আর ইউ ফ্রম?’
‘ইণ্ডিয়া। ইউ মাস্ট বি পর্তুগীজ’
‘নো ডিয়ার, অ্যাম স্প্যানিশ’ একটু থেমে যোগ করল, ‘হোয়াট ডিড ইউ সে ইওর নেম ইজ?’
এমন খটোমটো নাম ইউরোপিয়ানদের বোধগম্য না হওয়ারই কথা, তাও চোখে কৌতুক ফুটিয়ে বললাম ‘যাজ্ঞসেনী’
‘স্যরি বাট ইটস টু ডিফিকাল্ট ফর মি টু প্রোনাউন্স, ক্যান আই জাস্ট কল ইউ জাগ্স?’
বলার ফাঁকে দৃষ্টি পলকে ছুঁয়ে গেছে উপচানো বুকেদের, ইঙ্গিতটা পরিষ্কার! অন্তঃকরণ একটু কেঁপে উঠল বুঝি, এ পুরুষ খেলতে জানে!
বাইরে যদিও ব্রীড়ার ভান করলাম। যেন কতই লজ্জা পেয়েছি! ‘মে আই কল ইউ রাফা?’ ‘অফ কোর্স ইউ ক্যান সুইটি’
ওর গভীর দৃষ্টিতে কি এক সম্মোহনীশক্তি লুকিয়ে। তাকিয়ে থাকলেও অস্বস্তি, অথচ সেদিকেই বারে বারে অবাধ্য চোখ চলে যায়!
তৃষিত চাহনি পড়তে পেরেছে। নিশ্চিতভাবেই জানে সামনের নারী কি চায়। তাও আমায় সহজ হওয়ার সুযোগ দিতে পরিচয়পর্ব আরেকটু দীর্ঘায়িত হতে দিল। কথায় কথায় জানলাম রাফা আর্ট-কালেকশান বিজনেসে জড়িত। এখানে ব্যবসার কাজেই আসা, একজন পার্টনারের সঙ্গে।
নিজের কথাও বললাম ওকে, তবে রেখেঢেকে। যতটুকু না বললেই নয়।
রাত যত গভীর হচ্ছে, আমার মন পাল্লা দিয়ে উচাটন। শুধু বাক্যালাপেই অতিবাহিত হবে এ মধুযামিনী?
মন্ত্রমুগ্ধার মত পায়েপায়ে এসে বসি পাশের সিটটায়। বুকের মাঝে সহস্র মাদল বাজছে। বাইরে অবশ্য একইরকম উন্নতগ্রীবা মরালীর ভাব, যেন তাকে লক্ষ্যই করিনি, স্রেফ নাচতে নাচতে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছি।
ওদিকে না তাকালেও নারীসুলভ অতিরিক্ত ইন্দ্রিয় জানাল সে আমাকেই দেখছে। অযথা নিজের চুলগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। দুইহাত তোলার অছিলায় উন্মুক্ত হয় নির্লোম মসৃণ বাহুমূল। বক্ষশোভা আরও একটু ঠেলে ওঠে স্যাটিনের পাতলা আস্তরণ ভেদ করে। এ ব্রহ্মাস্ত্র আজ অবধি লক্ষ্যভ্রষ্ট হয়নি।
‘হাই, আয়্যাম রাফায়েল’
কানের খুব কাছে স্পষ্ট মন্দ্রস্বরে উচ্চারিত শব্দগুলো বোঝাল এখনও আমার অস্ত্র আগের মতই অব্যর্থ। অপাঙ্গে তাকালাম।
‘আয়্যাম যাজ্ঞসেনী’
‘হোয়্যার আর ইউ ফ্রম?’
‘ইণ্ডিয়া। ইউ মাস্ট বি পর্তুগীজ’
‘নো ডিয়ার, অ্যাম স্প্যানিশ’ একটু থেমে যোগ করল, ‘হোয়াট ডিড ইউ সে ইওর নেম ইজ?’
এমন খটোমটো নাম ইউরোপিয়ানদের বোধগম্য না হওয়ারই কথা, তাও চোখে কৌতুক ফুটিয়ে বললাম ‘যাজ্ঞসেনী’
‘স্যরি বাট ইটস টু ডিফিকাল্ট ফর মি টু প্রোনাউন্স, ক্যান আই জাস্ট কল ইউ জাগ্স?’
বলার ফাঁকে দৃষ্টি পলকে ছুঁয়ে গেছে উপচানো বুকেদের, ইঙ্গিতটা পরিষ্কার! অন্তঃকরণ একটু কেঁপে উঠল বুঝি, এ পুরুষ খেলতে জানে!
বাইরে যদিও ব্রীড়ার ভান করলাম। যেন কতই লজ্জা পেয়েছি! ‘মে আই কল ইউ রাফা?’ ‘অফ কোর্স ইউ ক্যান সুইটি’
ওর গভীর দৃষ্টিতে কি এক সম্মোহনীশক্তি লুকিয়ে। তাকিয়ে থাকলেও অস্বস্তি, অথচ সেদিকেই বারে বারে অবাধ্য চোখ চলে যায়!
তৃষিত চাহনি পড়তে পেরেছে। নিশ্চিতভাবেই জানে সামনের নারী কি চায়। তাও আমায় সহজ হওয়ার সুযোগ দিতে পরিচয়পর্ব আরেকটু দীর্ঘায়িত হতে দিল। কথায় কথায় জানলাম রাফা আর্ট-কালেকশান বিজনেসে জড়িত। এখানে ব্যবসার কাজেই আসা, একজন পার্টনারের সঙ্গে।
নিজের কথাও বললাম ওকে, তবে রেখেঢেকে। যতটুকু না বললেই নয়।
রাত যত গভীর হচ্ছে, আমার মন পাল্লা দিয়ে উচাটন। শুধু বাক্যালাপেই অতিবাহিত হবে এ মধুযামিনী?