22-09-2021, 11:38 PM
(22-09-2021, 02:27 PM)ddey333 Wrote: এই যে এত লিখছি, কী বলতে চাচ্ছি এসব লেখায়? ‘চারপাশের দুঃসময়, গ্গ্নানিময় এবং
রহস্যময় জগৎকে একজন লেখক গভীর মমতায় ভালোবাসেন’—এই কি আমার লেখার
সার কথা ? নাকি এর বাইরেও কিছু আছে ? আমি জানি না—আমার জানতে ইচ্ছাও করে
না। আমার ইচ্ছা করে—থাক। সব কথা বলে ফেলা ঠিক হবে না। কিছু রহস্য থাকুক।
হুমায়ুন আহমেদ
চারিপাশের বাস্তবিক সত্য ও পরিস্থিতি আগুনের ন্যায় সবার মধ্যে ক্রমবর্ধমান. মোদের অভ্যন্তরের চাহিদা ও ইচ্ছা ক্ষুদার্থ দানবের মতন অগ্রগতি নামক অবণতির দিকে অগ্রসর হয়ে চলেছে. কে আপন? কে পর? কি ন্যায়? অন্যায়ের ব্যাখ্যা কি? আজ আমরা সব একাকার করিয়া নিজের মতন অর্থ উৎপাদন করিয়া তার পথ অনুধাবন করিয়া চলিতে পছন্দ করি. কৌতূহল ও হিংসে যেন একে ওপরের পরিপূরক হইয়া ক্ষতিকে আমন্ত্রণ জানাতে চায়. এইসবই আজ এক লেখকের কলমের দ্বারা সকলের সম্মুখে আসছে... কিন্তু শুধুই কয়েকটা লাইন হয়েই থেকে যাবে তাহা.
# বাবান