22-09-2021, 03:37 PM
অসতী
কুক্-কু... কুক্-কু... কুক্-কু।
জার্মান ব্ল্যাক ফরেস্ট ঘড়ির ভিতর থেকে ভেসে আসা যন্ত্রপাখির কলতান মিশে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের আনাচে-কানাচে। মিষ্টি সুরেলা আওয়াজে নিশিযাম ঘোষণা।
অর্থাৎ সময় এখন কাঁটায় কাঁটায় ঠিক রাত বারোটা।
আশ্বিন পেরিয়ে কার্তিকে ঢলতে চলল, বাতাসে কালীপুজোর পোড়া বারুদের ঘ্রাণ এখনও আবছা ভাবে লেগে। এরইমধ্যে উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে খুব। হিমেল স্পর্শ থেকে আত্মরক্ষার তাগিদে কাশ্মীরী আলোয়ানটা আরেকটু ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেবার মাঝে সোফায় এসে বসলাম। পাশেই পতিদেবতা জবুথবু হয়ে অধিষ্ঠিত, মনোযোগী দৃষ্টি একটানা সেঁটে আছে টেলিভিশনের পর্দায়। যুবতী বউ ইঞ্চি কয়েক দূরত্বে বসে ওম বিলোচ্ছে, সেদিকে ভ্রূক্ষেপই নেই। কি যে এত দেখে হাঁ করে!
দৈত্যাকৃতি পর্দার নীলচে ঔজ্জ্বল্যে ভেসে ওঠা আলোকস্নাত টেনিস-কোর্ট। নেটের দু’পারে দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী, তাদের র*্যাকেটের আঘাতে পুঁচকে টেনিস বল যাতায়াত করছে ময়দানের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ময়দান তো নয়, যেন রণক্ষেত্র! কিংবা রোমান কলোসিয়ামের বধ্যভূমি। তফাত শুধু একটাই। রড লেভার অ্যারিনা ঘিরে বসে থাকা হাজার পঞ্চাশ দর্শক এই মহাকাব্যিক দ্বৈরথের সামনে বাকরুদ্ধ। ইতিউতি অস্ফুট কিছু বিস্ময়সূচক প্রশস্তি বাদে কারওর মুখে কোনও শব্দ নেই।
স্তব্ধ আমিও, মুগ্ধ চোখে নিরীক্ষণ করে চলেছি পৌরুষের উদযাপন। চিতার মত ক্ষিপ্র গতির সাথে সিংহের অমিত শক্তির মিশেল। শরীরময় পেশীর আস্ফালন আর জান্তব হুংকার। কঠিন পুরুষালি দেহের প্রতিটি রেখা বেয়ে চুঁইয়ে পড়তে থাকা অজস্র স্বেদবিন্দু। বুকে নেশা ধরিয়ে দেয়!
নিরন্তর যুদ্ধের পর একজনের সাময়িক জয়। একটা গেম শেষ হল। দর্শকমণ্ডলীর স্বতস্ফূর্ত অভিবাদনের মাঝেই অন্তিম লড়াইয়ের প্রস্তুতি।
হায় ভগবান, এ যে দেখি রিপিট টেলিকাস্ট! ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল। এটাই আমার স্বামীরত্নটি এতক্ষণ হাঁ করে গিলছিল!
রেগে উঠতে গিয়েও পারি না। বিস্ফারিত দৃষ্টি আটকে গেছে টিভির পর্দায়, সেখানে এখন আট বছর আগেকার স্কোরলাইন দেখাচ্ছে। ৬-৭, ৬-৪, ৭-৬, ৬-৭, ৫-৪। রাফায়েল নাদাল ভার্সেস ফার্নান্দো ভার্দেস্কো।
হৃদ্স্পন্দন একমুহূর্তের জন্য থেমে গেল কি? গালদু’টো অকারণেই লাল হয়ে উঠছে যেন, কানের ভিতর গরম হল্কার আভাস...
জানি, প্রলাপ বকছি। কি করি, নামগুলো দেখার পরে দেহমন আর নিজের বশে থাকছে কই?
তার চেয়ে বরং গল্পটা একদম গোড়া থেকে আরম্ভ করি।
..
কুক্-কু... কুক্-কু... কুক্-কু।
জার্মান ব্ল্যাক ফরেস্ট ঘড়ির ভিতর থেকে ভেসে আসা যন্ত্রপাখির কলতান মিশে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের আনাচে-কানাচে। মিষ্টি সুরেলা আওয়াজে নিশিযাম ঘোষণা।
অর্থাৎ সময় এখন কাঁটায় কাঁটায় ঠিক রাত বারোটা।
আশ্বিন পেরিয়ে কার্তিকে ঢলতে চলল, বাতাসে কালীপুজোর পোড়া বারুদের ঘ্রাণ এখনও আবছা ভাবে লেগে। এরইমধ্যে উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে খুব। হিমেল স্পর্শ থেকে আত্মরক্ষার তাগিদে কাশ্মীরী আলোয়ানটা আরেকটু ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেবার মাঝে সোফায় এসে বসলাম। পাশেই পতিদেবতা জবুথবু হয়ে অধিষ্ঠিত, মনোযোগী দৃষ্টি একটানা সেঁটে আছে টেলিভিশনের পর্দায়। যুবতী বউ ইঞ্চি কয়েক দূরত্বে বসে ওম বিলোচ্ছে, সেদিকে ভ্রূক্ষেপই নেই। কি যে এত দেখে হাঁ করে!
দৈত্যাকৃতি পর্দার নীলচে ঔজ্জ্বল্যে ভেসে ওঠা আলোকস্নাত টেনিস-কোর্ট। নেটের দু’পারে দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী, তাদের র*্যাকেটের আঘাতে পুঁচকে টেনিস বল যাতায়াত করছে ময়দানের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ময়দান তো নয়, যেন রণক্ষেত্র! কিংবা রোমান কলোসিয়ামের বধ্যভূমি। তফাত শুধু একটাই। রড লেভার অ্যারিনা ঘিরে বসে থাকা হাজার পঞ্চাশ দর্শক এই মহাকাব্যিক দ্বৈরথের সামনে বাকরুদ্ধ। ইতিউতি অস্ফুট কিছু বিস্ময়সূচক প্রশস্তি বাদে কারওর মুখে কোনও শব্দ নেই।
স্তব্ধ আমিও, মুগ্ধ চোখে নিরীক্ষণ করে চলেছি পৌরুষের উদযাপন। চিতার মত ক্ষিপ্র গতির সাথে সিংহের অমিত শক্তির মিশেল। শরীরময় পেশীর আস্ফালন আর জান্তব হুংকার। কঠিন পুরুষালি দেহের প্রতিটি রেখা বেয়ে চুঁইয়ে পড়তে থাকা অজস্র স্বেদবিন্দু। বুকে নেশা ধরিয়ে দেয়!
নিরন্তর যুদ্ধের পর একজনের সাময়িক জয়। একটা গেম শেষ হল। দর্শকমণ্ডলীর স্বতস্ফূর্ত অভিবাদনের মাঝেই অন্তিম লড়াইয়ের প্রস্তুতি।
হায় ভগবান, এ যে দেখি রিপিট টেলিকাস্ট! ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনাল। এটাই আমার স্বামীরত্নটি এতক্ষণ হাঁ করে গিলছিল!
রেগে উঠতে গিয়েও পারি না। বিস্ফারিত দৃষ্টি আটকে গেছে টিভির পর্দায়, সেখানে এখন আট বছর আগেকার স্কোরলাইন দেখাচ্ছে। ৬-৭, ৬-৪, ৭-৬, ৬-৭, ৫-৪। রাফায়েল নাদাল ভার্সেস ফার্নান্দো ভার্দেস্কো।
হৃদ্স্পন্দন একমুহূর্তের জন্য থেমে গেল কি? গালদু’টো অকারণেই লাল হয়ে উঠছে যেন, কানের ভিতর গরম হল্কার আভাস...
জানি, প্রলাপ বকছি। কি করি, নামগুলো দেখার পরে দেহমন আর নিজের বশে থাকছে কই?
তার চেয়ে বরং গল্পটা একদম গোড়া থেকে আরম্ভ করি।
..