22-09-2021, 03:23 PM
আমার চিন্তায় সে তার নতুন বউয়ের সাথে বাসর রাত পর্যন্ত করল না। খুব সকালে উঠে অফিসে চলে গেল। সারা দিন আমার সাথে কথা বললো। বিকেলে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলো সবাইকে ফাঁকি দিয়ে আমার বাসায়। এসে আমাকে বুকে জড়িয়ে ধরলো, আদর করলো, তার নিজ হাতে আমাকে খাওয়ালো। সে বলে তুমি এমন পাগলামি করবে আমি জানতাম, তাই আমি বিয়ে করতে চাইনি। আমি ওকে উজাড় করে সব কিছু দিয়ে দিলাম যাতে ওর বউয়ের কাছে যেতে না পারে। আমি ওকে শর্ত দিলাম যে তুমি তোমার বউকে ছুঁতে পারবে না। আমার বউ কি মানবে বল? আমি বললাম শুধু তুমি আমার, আর কারো হতে পারো না। চলো আমরা বিয়ে করে ফেলি। আমি অনড় দেখে ও কথা দিল। আমি বললাম তুমি তোমার বউয়ের সাথে বেশী কথা বলতে পারবে না, তাকে আদর করতে পারবে না, ঘুরতে যেতে পারবে না, তিন চার দিন পর একদিন মিলিত হবে। ও তাতেও রাজি হলো, কারন সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে কষ্ট দিতে চায় না। আমার কোনো কষ্ট তার সহ্য হবে না।
তাকে আমি তার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াতাম। এরপর আমার সব কিছু বিলিয়ে দিয়ে ওর দেহের মাঝে লুটিয়ে পড়তাম। প্রায়ই আমি হার মেনে নিতাম ওর কাছে। ও এতো সময় নিতো যে আমরা তিন ঘন্টা একত্রে থাকলেও একবারের বেশি মিলনের সময় পেতাম না। কিন্তু তবুও ওকে বলতাম তুমি ইচ্ছা হলে আমার সঙ্গে যতো ইচ্ছা কর কিন্তু তোমার বউকে ধরবে না। ও আমার কথা রাখতো। কিন্তু আমি বেশি দিন এভাবে থাকতে পারলাম না। আবারো আমার আগে মতো অবস্খা হলো। খাওয়া বন্ধ, ঘুম নেই। আমার অবস্খা দেখে ও আর ঠিক থাকতে পারলো না। আমরা দুজন শুধু জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর আমাদের কি হবে তা ভাবি। ও বুঝতে পারলো ওর বিয়ে করাটা মস্ত বড় বোকামি হয়েছে। ও কামনা করতে লাগলো ওর বউয়ের একটা কোন দোষ পেলেই বউকে ছেড়ে দেবে।
আর আল্লাহর কি মেহেরবানী, ওর বউয়ের সঙ্গে এক ছেলের বিয়ের পর যোগাযোগ ওর হাতে ধরা পড়লো। সে ওর বউকে বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করলো। এখন শুধু ওর বউয়ের সঙ্গে তার কাগজপত্রে বিদায় বাকি। এর মধ্যে ঈদের আগের দিন আমার স্বামী দেশে এলো। আমার স্বামী আসার পর আমি নিজেকে একটু সামলে নিলাম কিন্তু আমার স্বামীকে দেখে আমার মতো অবস্খা হলো ওর। ও আমার স্বামীকে সহ্য করতে পারলো না। আমার মতো ও আমাকে শর্ত দিল যেন আমার স্বামী আমাকে ছুঁতে না পারে। সপ্তাহে একদিন স্বামী সঙ্গে মিলিত হতে পারবো। স্বামীকে আদরও সোহাগ করা যাবে না। আমি ওর দেয়া শর্ত মেনে চলতে লাগলাম।
স্বামী সন্দেহ করতে লাগলো। এর মধ্যে কে যেন আমার স্বামীর কাছে আমাদের সম্পর্কের কথা বলে দিল। সে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল, এমনকি বারান্দায় যাওয়া, ওকে একবার দেখা সব বন্ধ করে দিল। আমার মোবাইলটাও ছিনিয়ে নিল। স্বামী আমাদের দুজনের মাঝের সম্পর্ক জানতে চাইলো কিন্তু আমরা আমাদের মাঝে সম্পর্ক জান গেলেও বলবো না। বলতাম কিন্তু বাচ্চাদুটির ভবিষ্যতের কথা ভেবে সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না। এজন্য আমরা চুপ হয়ে গেলাম। আমার স্বামী ছেলেটিকে নানাভাবে ভয় দেখাতে লাগলো তার গুন্ডাপান্ডা দিয়ে। আমি জানি ও ভয় পায় না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার সহ্য করে যাচ্ছে। আর আমি, আমার স্বামী যখন স্পর্শ করে তখন মনে হয় যেন একজন অচেনা পুরুষ আমাকে জোর করে ;., করছে। আগে বাধা দিতাম এখন বাধা দিলে মারধোর করে। তাই তার কামনার সময় নিজেকে জিন্দা লাশের মতো করে দিই। তা না হলে সে আমাকে মারে, আমার বাচ্চাগুলোকে মারে আর ভয় দেখায়, আমার চেয়ে প্রিয় আমার ভালোবাসাকে গুন্ডা দিযে হত্যার।
আমি ভয়ে সিঁটিয়ে থাকি। আমি ওকে দেয়া কথা রাখতে পারছি না। আমার স্বামী নামের জন্তুটি আমাকে প্রতি রাতে তার হিংস্রতা দিয়ে ভোগ করে। তাতে নেই কোনো আনন্দ, নেই কোনো ভালোবাসা, থাকে শুধু ঘৃণা। জানি এ পৃথিবীতে আমি আমার প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসার কাছে যেতে পারবো না। তবে যদি খোদা আবার আমাদের পুনর্জন্ম ঘটায় তবে সে জনমে আমি শুধু আমার ভালোবাসার প্রেমিক, ওর ঘরের বউ হয়ে জীবন কাটিয়ে যেতে চাই। জানি এই জনমের অতৃপ্তি পরের জনমে হয়তো মিটবে।
******************
তাকে আমি তার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াতাম। এরপর আমার সব কিছু বিলিয়ে দিয়ে ওর দেহের মাঝে লুটিয়ে পড়তাম। প্রায়ই আমি হার মেনে নিতাম ওর কাছে। ও এতো সময় নিতো যে আমরা তিন ঘন্টা একত্রে থাকলেও একবারের বেশি মিলনের সময় পেতাম না। কিন্তু তবুও ওকে বলতাম তুমি ইচ্ছা হলে আমার সঙ্গে যতো ইচ্ছা কর কিন্তু তোমার বউকে ধরবে না। ও আমার কথা রাখতো। কিন্তু আমি বেশি দিন এভাবে থাকতে পারলাম না। আবারো আমার আগে মতো অবস্খা হলো। খাওয়া বন্ধ, ঘুম নেই। আমার অবস্খা দেখে ও আর ঠিক থাকতে পারলো না। আমরা দুজন শুধু জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর আমাদের কি হবে তা ভাবি। ও বুঝতে পারলো ওর বিয়ে করাটা মস্ত বড় বোকামি হয়েছে। ও কামনা করতে লাগলো ওর বউয়ের একটা কোন দোষ পেলেই বউকে ছেড়ে দেবে।
আর আল্লাহর কি মেহেরবানী, ওর বউয়ের সঙ্গে এক ছেলের বিয়ের পর যোগাযোগ ওর হাতে ধরা পড়লো। সে ওর বউকে বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন করলো। এখন শুধু ওর বউয়ের সঙ্গে তার কাগজপত্রে বিদায় বাকি। এর মধ্যে ঈদের আগের দিন আমার স্বামী দেশে এলো। আমার স্বামী আসার পর আমি নিজেকে একটু সামলে নিলাম কিন্তু আমার স্বামীকে দেখে আমার মতো অবস্খা হলো ওর। ও আমার স্বামীকে সহ্য করতে পারলো না। আমার মতো ও আমাকে শর্ত দিল যেন আমার স্বামী আমাকে ছুঁতে না পারে। সপ্তাহে একদিন স্বামী সঙ্গে মিলিত হতে পারবো। স্বামীকে আদরও সোহাগ করা যাবে না। আমি ওর দেয়া শর্ত মেনে চলতে লাগলাম।
স্বামী সন্দেহ করতে লাগলো। এর মধ্যে কে যেন আমার স্বামীর কাছে আমাদের সম্পর্কের কথা বলে দিল। সে আমার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল, এমনকি বারান্দায় যাওয়া, ওকে একবার দেখা সব বন্ধ করে দিল। আমার মোবাইলটাও ছিনিয়ে নিল। স্বামী আমাদের দুজনের মাঝের সম্পর্ক জানতে চাইলো কিন্তু আমরা আমাদের মাঝে সম্পর্ক জান গেলেও বলবো না। বলতাম কিন্তু বাচ্চাদুটির ভবিষ্যতের কথা ভেবে সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না। এজন্য আমরা চুপ হয়ে গেলাম। আমার স্বামী ছেলেটিকে নানাভাবে ভয় দেখাতে লাগলো তার গুন্ডাপান্ডা দিয়ে। আমি জানি ও ভয় পায় না, শুধু আমার মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার সহ্য করে যাচ্ছে। আর আমি, আমার স্বামী যখন স্পর্শ করে তখন মনে হয় যেন একজন অচেনা পুরুষ আমাকে জোর করে ;., করছে। আগে বাধা দিতাম এখন বাধা দিলে মারধোর করে। তাই তার কামনার সময় নিজেকে জিন্দা লাশের মতো করে দিই। তা না হলে সে আমাকে মারে, আমার বাচ্চাগুলোকে মারে আর ভয় দেখায়, আমার চেয়ে প্রিয় আমার ভালোবাসাকে গুন্ডা দিযে হত্যার।
আমি ভয়ে সিঁটিয়ে থাকি। আমি ওকে দেয়া কথা রাখতে পারছি না। আমার স্বামী নামের জন্তুটি আমাকে প্রতি রাতে তার হিংস্রতা দিয়ে ভোগ করে। তাতে নেই কোনো আনন্দ, নেই কোনো ভালোবাসা, থাকে শুধু ঘৃণা। জানি এ পৃথিবীতে আমি আমার প্রাণের চেয়ে প্রিয় ভালোবাসার কাছে যেতে পারবো না। তবে যদি খোদা আবার আমাদের পুনর্জন্ম ঘটায় তবে সে জনমে আমি শুধু আমার ভালোবাসার প্রেমিক, ওর ঘরের বউ হয়ে জীবন কাটিয়ে যেতে চাই। জানি এই জনমের অতৃপ্তি পরের জনমে হয়তো মিটবে।
******************