21-09-2021, 09:05 PM
(19-09-2021, 08:01 AM)Jewel Wrote: আহ! এক কথায় তৃপ্তি, অমৃত, যেন সমুদ্রমন্থন থেকে নিঃসৃত আদি রস। আপনার কল্পনা অতীব গভীর। আপাতত কাউকেই আপনার ধারে কাছে দেখছি না। কত সহজ সরল ভাষাতেও যে কত যৌনতা ফুটিয়ে তোলা যায় সেটা আপনার গল্প না পড়লে বোঝা যায় না। কেন আপনার মতো ঈর্ষনীয় লেখকেরা মাঝে মাঝে হারিয়ে যায় জানি না। জীবন অতি ক্ষুদ্র, কিন্তু আমাদের যে পরিমাণ আনন্দ দিচ্ছেন ঋণী হয়ে রইলাম স্যার। আগেই বলেছি কোন এক গল্পে সঙ্গিনী চায় না আমি আপনার গল্প পড়ে অধিক উত্তেজিত হই। ভদ্রমহিলারও একি দশা আপনার গল্পের দীনার মতো, "কতো ঘন্টা আর পারা যায়? " অপেক্ষায় আছি। সুস্থ থাকুন, আপনি আমাদের সম্পদ।
ধন্যবাদ দাদা এমন প্রাণখোলা প্রশংসা বাণীর জন্য। পাঠকদের আনন্দ দানেই আমার তৃপ্তি। আপনাদের আনন্দ দিতে পেরে নিজের লেখালেখির পরিশ্রম সার্থক মনে হয়।
রেপুটেশন, ৫ স্টার, লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন সবসময় আশা রাখি।

