20-09-2021, 03:08 PM
(20-09-2021, 01:32 PM)Bichitravirya Wrote: আপনি জানেন আমি ট্রাজিক পড়িনা। যদি এটা ট্রাজিক হতো তাহলে pm করে গালাগালি দিতাম।
বাইরে বৃষ্টি পড়ছে। রাত থেকে হয়েই যাচ্ছে। কাথার তলায় শুয়ে গল্পটা একটানা পড়তে খুব ভালো লাগলো।
ডিভোর্সের পর আবার মিলন। ভুল বোঝাবুঝির অবসান। আপনি এই গল্পে একটা কথা বারবার বললেন ... জীবনের ভারসাম্য... দুটো শব্দ হলেও কথাটার মানে কিন্তু খুব গভীর। আর সেই গভীর অর্থ আপনি এই গল্পে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।
যত দিন যাচ্ছে ডিভোর্স রেট বাড়ছে.... অধিকাংশই সুখী নয়। এবার এদের মধ্যে যারা ভুল বোঝাবুঝির জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে তারা যদি আপনার এই গল্পের মতো আবার একে অপরকে ফিরে পায় ... জীবনটা পরিপূর্ণতা পায়।
খুব সুন্দর লাগলো গল্পের প্লট, চরিত্র বিন্যাস, সংলাপ, আবেগ সবকিছু। দুটো লাইক দুটো রেপু দিয়ে এই কমেন্ট করলাম
❤❤❤
রিমঝিম এ ধারাতে
চায় মন হারাতে
এই ভালোবাসাতে
আমাকে ভাসাতে..... ❤
এই গানটা আমার কাছে শানের গাওয়া প্রিয় গানের একটা. আর আমার এই গল্পের জন্য সেই পুরানো গানটা - হারিয়ে যাওয়া মুক্ত গুলো অনেক বছর পরে, খুঁজে পেলে মনটা যেন কানায় কানায় ভরে ❤
অনেক ধন্যবাদ. ভালো লেগেছে তোমার জেনে ভালো লাগলো ❤.