20-09-2021, 12:48 PM
এখন জায়গাটা একদম নিস্তব্ধ, পাতার মধ্যে দিয়ে হাওয়া বয়ে যাওয়ার আওয়াজ বাদে অন্য কোনো শব্দ নেই আর ভয়ও অতটা লাগছে না। মুশকিল হল বসার জায়গাটা নিয়ে। এখানে অনেক বড় গাছ থাকলেও সেগুলো ঢালে, আর এই ছোট্ট সমান জায়গাটাতে ঝোপঝাড় বিশেষ নেই, ফলে বসলে কোন আড়ালের ব্যাপার নেই। গোগোল খানিকটা পেছনে, আমি গোগোলকে বললাম “একটু পেছন ফিরে দাঁড়া, কোন ঝোপঝাড় নেই, এখানেই সারতে হবে”। গোগোল পেছন ফিরতে আমি সমতল জায়গাটার ধারের দিকে একটা ছোট পাথরের আড়ালে বসে পড়লাম। সামনেই ছোট্ট সমতলটা শেষ, একটা ঢাল নেমে গেছে নিচের দিকে। শিরশিরে হাওয়া পেছনে যেন আঙুল বুলিয়ে যাচ্ছিল। ছেলেটা কি দেখছে? আমি তো চাই দেখুক। কিন্তু আমার পেছন ফিরে দেখাটাও তো ঠিক নয়। আমি গোগোলের দিকে পেছন করে, যেহেতু কোনো আড়াল নেয়, ও অল্প মাথা ঘোরালেই দেখতে পাবে। আমি মনে মনে ভাবতে লাগলাম গোগোল আমাকে দেখছে। আমার কোমরের নিচে এখন কোনো আবরণ নেই, ফরসা গোল পেছন, সঞ্জয় বলে পীচফলের মতো...খুব একটা খারাপ লাগবে কি দেখতে? মনে হয় তো না। এবারে টয়লেট চটপট হয়ে গেল। বিপদটা হল উঠতে যাওয়ার সময়। একেই কমোডে বসে অভ্যাস, বহুদিন পরে মাটিতে বসে বাথরুম করা, তার ওপরে পা-টায় ব্যাথা, সবমিলিয়ে উঠতে যেতেই টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সামনে পড়লাম। ঠিক সামনে থেকেই ঢালটা শুরু, ফলে সামনে পড়েই গড়াতে শুরু করলাম। প্যান্ট আর প্যান্টি দুটোই পায়ের গোড়ালির কাছে নামানো, ফলে পড়াটা থামানোর চেষ্টা করেও পারলাম না।
“গোগোল...পড়ে যাচ্ছি...!!”... ও শুনতে পেল কি?
থামলাম গিয়ে ফুটবিশেক নিচে, একটা পাইনের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে। চোখের সামনের সর্ষেফুলটা কাটিয়ে উঠে সামনে তাকাতে দেখলাম গোগোল দৌড়ে নেমে আসছে “are you OK, কাকীমা!”উঠে দাঁড়াতেই প্রথমে যে জিনিসটা টের পেলাম সেটা হল আমার প্যান্ট আর প্যান্টি দুটোই নেই। পড়ার সময় জুতো খুলেছে, তার পরে ঘষটানিতে বাকিগুলো বেরিয়ে গেছে। গোগোল নেমে এসে আমার সামনে দাঁড়িয়েই ভূত দেখার মত চমকে উঠল।
“গোগোল...পড়ে যাচ্ছি...!!”... ও শুনতে পেল কি?
থামলাম গিয়ে ফুটবিশেক নিচে, একটা পাইনের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে। চোখের সামনের সর্ষেফুলটা কাটিয়ে উঠে সামনে তাকাতে দেখলাম গোগোল দৌড়ে নেমে আসছে “are you OK, কাকীমা!”উঠে দাঁড়াতেই প্রথমে যে জিনিসটা টের পেলাম সেটা হল আমার প্যান্ট আর প্যান্টি দুটোই নেই। পড়ার সময় জুতো খুলেছে, তার পরে ঘষটানিতে বাকিগুলো বেরিয়ে গেছে। গোগোল নেমে এসে আমার সামনে দাঁড়িয়েই ভূত দেখার মত চমকে উঠল।