20-09-2021, 10:50 AM
(20-09-2021, 10:19 AM)Bichitravirya Wrote: কাল রাত আন্দাজ ওই 12:10 am. হঠাৎ মনে পড়লো আপনি আমাকে একটা গান শুনতে বলেছিলেন। সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে গানটা শুনলাম। খুব ভালো লাগলো সন্ধ্যা মুখোপাধ্যায় এর গান। লিরিক্স টাও ভালো লাগলো। যদি ভবিষ্যতে মিষ্টি মুহুর্তে এই গান ব্যবহার করার সুযোগ হয় ( হবে না মনে হচ্ছে) তাহলে অবশ্যই এই গানটা ব্যাবহার করবো
❤❤❤
না না দাদা, মিষ্টি মুহূর্তে এই জাতিও গান মানাবে না কারণ এখানে আকাশ কে অগ্রসর ভূমিকা নিতে হবে তার চোখের তারা কে নিজের করে নেয়ার জন্যে, অতএব সুচির কোনো অপেক্ষার প্রহর থাকবেনা যে মনের দুঃখে এমন গান গাইতে হবে তার প্রিয়ের জন্যে।
তবে সামনে সূচি মনের আনন্দে তার প্রিয়ের জন্যে এই গানটা গাইতে পারে https://www.youtube.com/watch?v=cs7F4W4ZGVQ যখন তাদের বয়স দুই দশক পেরোবে. এটি আমার অনেক পছন্দের একটা গান.