19-09-2021, 10:40 PM
(19-09-2021, 07:26 PM)Bichitravirya Wrote: এই লোকটা কে ? যে ফাগু কে ফলো করছে? হাইলি সাসপিসিয়াস।স্বামী বাঁ স্ত্রীর পরকীয়া বলুন বাঁ ব্যাভিচার, অন্যজন যদি কিছু না বলে তাহলে দাড়ায় cuckold or cuckqueen. মাঝে মাঝেই কাগজে দেখবেন স্বামী/ স্ত্রীর পরকীয়া/ব্যাভিচার এর কারনে অপরজন খুন করেছে। দিনের পর দিন ওই cuckold/cuckqueen হয়ে জীবন কাটিয়ে একদিন ভিতরের বোমা ফাটে। গুগুল খুলে দেখতে পারেন এক বিশেষজ্ঞ এইটিকে অ্যাটম বোম বলেছেন। তাহলে এইটি বাদ দিয়ে গল্প হয় না, হয় মিষ্টি মধুর প্প্রেমের গল্প। এই পাড়ায় সেই গল্পে যথেষ্ট ঝাল/ মশলা দেওয়া যায় না। আমার আত্মীয় বলা চলে , এইরকম একজনের বাবা আর মায়ের ছারাছারি হয়। মা অতিকষ্টে মানুষ করেছেন। কিন্তু বিয়ের পর সেই সন্তানের সামনে ক্যানসার হানা দেয় জীবনের সঙ্গীর। কিন্তু তার বাবার প্রভুত সম্পত্তি থাকা স্বতেও সাহায্য নেয় নি। এই রকম ঘৃণা। মা নাবালক সন্তানকে ছেড়ে গেলে ৯৯% ক্ষেত্রে সমাজবিরোধী হয়। নিশ্চিত হয়ে বলা যায়।
এই জায়গাটায় রোম মনীষার কথা মনে করিয়ে দিলো। আপনি বলেছিলেন আপনি এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু এখানেও সেই একই জিনিস পাবো সেটা ভাবিনি
❤❤❤
আমার গল্পের মনীষা/ সৌম্যগন্ধা / রোম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর মা ছেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারন , না প্রেম নয়, পয়সা। জানবেন লোভ কমে না। প্রথম পাণ্ডব বলেছে " সমস্ত পৃথিবীর সম্পদ একজনের পক্ষে যথেষ্ট নয়"। তবুও সমাজ চলে এখানে আর বাকি দুনিয়ায় কারন এখনও বেঁচে আছে প্রেম, ভালোবাসা মনুষ্যত্ব ইত্যাদি। খুব কম ক্ষেত্রেই এই নারী/পুরুষ শান্তি পায়। হ্যাঁ পরস্পর সম্মতি নিয়ে ছারাছাড়ি হলেও সন্তান মেনে নিতে পারে না। আপনাদের কি মনে হয়, পারে?