19-09-2021, 07:26 PM
(10-09-2021, 06:05 PM)dimpuch Wrote: ………একজনকে দেখা গেছে, মাঝারি উচ্চতা রোগা, টুপি পড়া, ওই খুনির উদ্দেশে স্যালুট জানাচ্ছে।এই লোকটা কে ? যে ফাগু কে ফলো করছে? হাইলি সাসপিসিয়াস।
(10-09-2021, 06:05 PM)dimpuch Wrote: রাতে বিছানায় আধ শোয়া ফাগু আর রোম
………রোম , আপনি তখন বললেন যে আছে সে নেবে না। এর মানে কি রোম, সে কে?......হু হু করে কেঁদে উঠলো রোম। ফাগু অবাক হয়ে জড়িয়ে ধরে
……রোম, আমি খারাপ ভেবে কিছু জিজ্ঞাসা করিনি। আঘাত পেলে থাকুক……ক্রন্দনরত রোম ভেঙে পড়ল ফাগুর বুকে
………আমার মেয়ে। পিউ, এই দেখ তার ছবি …।একটি বছর ১১-১২ বছরের ফুট ফুটে মেয়ে দাঁড়িয়ে। চুল ছড়ান পিঠে।
…… আপনার মেয়ে আপনার থেকে সুন্দর রোম, কিছু মনে করবেন না……
……কেন মনে করবো। হ্যাঁ ও সুন্দর দেখতে।এই ছবিটি খালি আছে, আর কিছু নেই রাজু……হতাশা ঝরে পড়ছে রোমের
………বলুন রোম প্রথম থেকে বলুন। শুনব আমি। বন্ধু আপনার, পাশে থাকবো রোম
……পিউ এর বাবা অরুনাভ নামকরা অধ্যাপক কেমিস্ট্রির। ওর সাথে কলেজে পড়ত একজন বিকাশ শ্রীবাস্তব। কোন এক বিয়ে বাড়িতে আমার সাথে আলাপ হয়। অরুনাভ আলাপ করিয়ে দিয়েছিলো। বিশাল বড়লোক। কোনোদিন ভাবিনি যে কোন মানুষের ওতো সম্পদ থাকতে পারে। যাই হোক মিনিবাসে যেতে যেতে পাশ দিয়ে হুস করে বড় গাড়ী বেরিয়ে গেলে মনে হতো “ আমার যদি থাকত, ধুর মেন্দামারা লাইফ”। অরুনাভ ওর নিজের সাবজেক্ট এ বিশাল নাম, কিন্তু কোন উচ্চাশা নেই। বিদেশের ইউনিভারসিটি তে যেতে পারত “না এখানে খারাপ কি আছি”। আমি মনের দিক থেকে একেবারেই আনহ্যাপি ছিলাম । এই রকম আমার মনের অবস্থায় বিকাশের সাথে পরিচয়। আমি খুশি ছিলাম না আগের বিয়েতে, লোভ ছিল আমার আরও ভালভাবে, বড়োলোকের মতো করে থাকার। বিকাশ আমার পিছু ছাড়েনি , লেগে ছিল। ফোনে কথা চলতো। কয়েক মাস যাওয়ার পর একদিন ওর ফ্লাটে নিয়ে গেল। যে ফ্লাটে এখন থাকি সেইখানে।ফ্লাট ঘুরে আমার ভীষণ পছন্দ হয়ে গেল। আমি বিকাশকে বলে ফেলি” আমার ভীষণ ইচ্ছা এইরকম এক ফ্লাটের। দারুন সুন্দর “। এর ঠিক ৭ দিন পর আবার ওই ফ্লাটে যাই আর বিকাশ আমাকে ফ্লাটের রেজিসট্রি করা ডিড দিয়ে বলে ‘তোমাকে ওদেও কিছু নেই’ । এই কয়েক মাসে বিকাশের সাথে আমার লাভ মেকিং হয়েছিলো। ওই ডিড নিয়ে স্থির করে ফেললাম আর ফিরব না ওই সংসারে। সেই শুরু। পিউ তখন ১১ বছর বয়েস। স্বার্থপরতার চূড়ান্ত নিদর্শন আমি। ভাব কতখানি লোভি ছিলাম। তারপর ডিভোর্স, বোম্বে যাওয়া আর বিকাশের সাথে সারে ৩ বছরের জীবন। আবার ডিভোর্স আর একাকিত্ব। হ্যাঁ বড়োলোকের মতো জীবন পেয়েছি কিন্তু হারিয়েছি শতগুণ। এক মাত্র বন্ধু তুমি। ক্লাবে যাই মদ খাই আড্ডা মারি কিন্তু বন্ধু নেই। জানি পিছনে সবাই ‘বেশ্যা’ বলে, শুধু তোমার চোখে ঘৃণা দেখিনি।এই ১০ বছরে যতবার পিউ কে উপহার পাঠিয়েছি গ্রহন করে নি। ফোন করলে “ আমাকে ডিস্টার্ব করবে না” বলে ফোন কেটে দেয়। রাজু, ১৫ কোটি বিশাল অংক কিন্তু কি করবো কেউ নেই আমার নিজের……হুহু করে কাঁদছে রোম।
ফাগু দু হাতে জড়িয়ে “ পিউ এখন কি করে”
এই জায়গাটায় রোম মনীষার কথা মনে করিয়ে দিলো। আপনি বলেছিলেন আপনি এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু এখানেও সেই একই জিনিস পাবো সেটা ভাবিনি
❤❤❤