19-09-2021, 11:47 AM
(19-09-2021, 11:37 AM)Baban Wrote: বেশ টান টান উত্তেজনা পূর্ণ পর্ব. হাসি দুঃখ ভুল ক্ষতি, অনুভূতি সব মিলিয়ে দারুন. কিন্তু গল্পের নায়িকার প্রতি বার বার একটা বিরূপ ধারণা বৃদ্ধি পাচ্ছে. হয়তো এটাতেই তোমার গুপ্ত সাফল্য লুকিয়ে. তুমি তাকে এইভাবেই আমাদের মাঝে ফুটিয়ে তুলতে চাইছো. তবে আজ যে শিক্ষা দিম্মা ওকে দিলো তা কোনোদিন ও ভুলবেনা আশা রাখি.
তবে পর্বের শেষের ওই দুঃখের মুহুর্ত টুকু একদিন আসবে জানা সত্ত্বেও কেমন যেন করে দিলো মনটা. বাদশার শেষ মুহুর্তটা পড়তেই আমারও কয়েকজনের ওরকম........ না থাক.......... ওসব অতীত হয়েই. আসলে এনিম্যাল লাভার তো... তাই এসব পড়লে আমার কেমন যেন লাগে. খুব সুন্দর পর্ব ❤
বিরূপ ধারণা... আর এটাতে আমার গুপ্ত সাফল্য.... চিন্তায় ফেলে দিলেন মশাই....
এক সময় আমারও কুকুর ছিল বাবান দা। যখন মরলো খুব দুঃখ পেয়েছিলাম। সেই থেকে কুকুর আর ঘোরে ঢোকাই না। এখন বিড়াল ঘুরপাক খায় পুরো বাড়িতে
❤❤❤