19-09-2021, 10:10 AM
“আচ্ছা” বলে গোগোল চলে গেল লাইনের দিকে। আমি গোগোলের দিকেই তাকিয়ে রইলাম। মাথার মধ্যে রাতে দেখা ওর শরীরটার ছবি ভাসছে। হঠাৎ গোগোল মাথা ফিরিয়ে আমার দিকে তাকালো। চোখটা সরিয়ে নিলাম আমি। একটু বেশি আদেখলাপনা হয়ে যাচ্ছে বোধহয়। মনটা অন্যদিকে ঘোরাতে ফোনটা অন করে হোয়াটস্*অ্যাপটা খুললাম। বন্ধুদের গ্রুপে কাল রাতে অনেকগুলো মেসেজ এসেছে। বেশির ভাগই পর্ন ছবি, ক্লিপ বা ভীষণ অশ্লীল জোক। কয়েকটা পড়ে বন্ধ করে দিতে হল, কারন যে জন্য ফোন খুলে বসা, মনটাকে অন্যদিকে চালানোর জন্য, এসব মেসেজ পড়ে সেই কার্যসিদ্ধি তো হচ্ছেই না, বরং উলটোটাই।
“কাকীমা, এই নাও”। গোগোল আমার প্লেটটাকে আমার সামনে রেখে ধপ করে আমার সামনের চেয়ারটাতে বসে পড়ে বলল। নাহ...উপযুক্ত বয়ফ্রেন্ড বলতেই হবে। আমার যা যা পছন্দ, ঠিক সেগুলোই এনেছে। বেকড্* বিন, বেকড্* মাশরুম, সসেজ আর ব্রেড। সাথে জুস।
- “থ্যাঙ্ক ইউ রে”...একটা মাশরুম মুখে দিয়ে বললাম।
একগাল হেসে গোগোল খাওয়া শুরু করল। বাঁদিকের জানলাটা দিয়ে ওর মুখে রোদ এসে পড়েছে, গালে, নাকে, চিবুকে...খুব ইচ্ছে করছিল চুমু খেতে গোগোলকে।
“কি হল কাকীমা, খাও, কি দেখছ”? ইশ্*...নির্লজ্জের মতন ঝাড়ি করছিলাম সেটা দেখে ফেলেছে। ভুলে গেছিলাম সানগ্লাসটা চোখে নেই, মাথার ওপরে তুলে রেখেছি।
-“কিছু না, তোর গালে সাম্বার লেগে আছে”
-“কই, কোথায়?” চামচটা নামিয়ে রেখে গোগোল গালে হাত বুলিয়ে আমাকে জিজ্ঞেস করল।
-“এই যে”, আমি একটা আঙুল গোগোলের গালের মাঝামাঝি থেকে ঠোঁট অবধি বুলিয়ে একটা অদৃশ্য সাম্বার লাগা আঙুল মুখে ঢুকিয়ে বললাম “আমার সাম্বার খুব ভালো লাগে”। আঙ্গুলের মাথাটা দু ঠোঁটের ফাঁকে রেখে জিভের ডগা দিয়ে সেটা চাটতে চাটতে গোগোলের চোখের দিকে চোখ রেখে বললাম, “তোর ভালো লাগে না?”
“কাকীমা, এই নাও”। গোগোল আমার প্লেটটাকে আমার সামনে রেখে ধপ করে আমার সামনের চেয়ারটাতে বসে পড়ে বলল। নাহ...উপযুক্ত বয়ফ্রেন্ড বলতেই হবে। আমার যা যা পছন্দ, ঠিক সেগুলোই এনেছে। বেকড্* বিন, বেকড্* মাশরুম, সসেজ আর ব্রেড। সাথে জুস।
- “থ্যাঙ্ক ইউ রে”...একটা মাশরুম মুখে দিয়ে বললাম।
একগাল হেসে গোগোল খাওয়া শুরু করল। বাঁদিকের জানলাটা দিয়ে ওর মুখে রোদ এসে পড়েছে, গালে, নাকে, চিবুকে...খুব ইচ্ছে করছিল চুমু খেতে গোগোলকে।
“কি হল কাকীমা, খাও, কি দেখছ”? ইশ্*...নির্লজ্জের মতন ঝাড়ি করছিলাম সেটা দেখে ফেলেছে। ভুলে গেছিলাম সানগ্লাসটা চোখে নেই, মাথার ওপরে তুলে রেখেছি।
-“কিছু না, তোর গালে সাম্বার লেগে আছে”
-“কই, কোথায়?” চামচটা নামিয়ে রেখে গোগোল গালে হাত বুলিয়ে আমাকে জিজ্ঞেস করল।
-“এই যে”, আমি একটা আঙুল গোগোলের গালের মাঝামাঝি থেকে ঠোঁট অবধি বুলিয়ে একটা অদৃশ্য সাম্বার লাগা আঙুল মুখে ঢুকিয়ে বললাম “আমার সাম্বার খুব ভালো লাগে”। আঙ্গুলের মাথাটা দু ঠোঁটের ফাঁকে রেখে জিভের ডগা দিয়ে সেটা চাটতে চাটতে গোগোলের চোখের দিকে চোখ রেখে বললাম, “তোর ভালো লাগে না?”