19-09-2021, 09:39 AM
(19-09-2021, 09:34 AM)Bumba_1 Wrote: আকাশের জন্মদিনে সপরিবারে সঞ্জয়বাবুর নিমন্ত্রণ। আকাশের সঙ্গে তার মেয়ে গোধূলির বিয়ে দেওয়ার অভিসন্ধি। জন্মদিনের অনুষ্ঠানে সুচির নাচ। তারপর গোধূলির উপর ঈর্ষাজনিত কারণে গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া। সুচির উপর অপত্য স্নেহের জন্য সবকিছু জেনেও দিদিমার মৌন থাকা এবং পরোক্ষভাবে ক্ষমা চাওয়া। পরে এই সমস্ত ঘটনার জন্য সুচির অনুতাপ হওয়া ... এই সবকিছু মিলিয়ে আজকের পর্ব বেশ টানটান উত্তেজনায় ভরা ছিলো। তবে শেষে বাদশার মৃত্যু গভীরভাবে মনে দাগ কেটে গেলো।
চলতে থাকুক মিষ্টি মুহূর্ত .. keep going bro
আপনি এই অবস্থা তেও মন দিয়ে আমার লেখা পড়ছেন। এর থেকে বড়ো পাওনা আর কিছু হতে পারে না....
মৃত্যু তো মনে দাগ কাটেই... যে দাগ আর কখনোই মোছে না কখনোই....
Love you. ❤ নিজের খেয়াল রাখুন ❤❤❤