17-09-2021, 12:32 PM
(17-09-2021, 11:07 AM)Bumba_1 Wrote: একদমই তাই .. শুধুমাত্র অন্যকে আনন্দ দেওয়ার জন্য লিখতে লিখতে এক সময় self satisfaction জরুরী হয়ে ওঠে।
মনের পুষ্টির জন্য লেখা আর মন দিয়ে লেখা .. এই দুটো এক নয়।
মন দিয়ে অর্থাৎ অন্তরাত্মা দিয়ে কিছু লিখলে বা কোনো ছবি আঁকলে সেটা পাঠকদের এবং দর্শকদের কাছে সমাদৃত হতে বাধ্য।
কিন্তু মনের পুষ্টির জন্য কিছু লেখা বা করা মানে নিজের জন্য কিছু করা .. অর্থাৎ যে কর্ম করলে আমরা self satisfaction অনুভব করি। সেক্ষেত্রে অন্যেরা কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না।
বুঝলাম।
(17-09-2021, 12:02 PM)Baban Wrote: বুম্বাদা উত্তর দিয়েই দিয়েছে.. আমি এইটুকুই বলবো...... দুটো আলাদা ব্যাপার. অবশ্যই দুটোতেই মনের প্রয়োজন পড়ে. সেটি না থাকলে গল্প আর গল্প থাকেনা পাতি চটি হয়ে যায়. আমি বা বুম্বাদা চাইলেই প্রথম বা দ্বিতীয় পর্বেই যৌন দৃশ্য ও নোংরা গালিগালাজে ভরিয়ে দিতে পারতাম কিন্তু তাতে গল্পের সাথে সঠিক বিচার হতোনা.. তাই মন দিয়ে ভেবে নানারকম পরিস্থিতি সৃষ্টি করে এগিয়ে যেতে হয়েছে... তা সেই পরিস্থিতি আমরা নিজেরা পছন্দ করি বা নাই করি.
আচ্ছা বলোতো একজন অভিনেতা যখন ফিল্মে ভিলেন হয়ে খুন করে বা ;., করে.... মানে সেকি সত্যিই তাই নাকি? সেটা তো অভিনয়.. নকল... সে মোটেই ওসব করতে চায়না.. কিন্তু নিজের কাজের ক্ষেত্রে একদম অসাধারণ ভাবে সেই শয়তানকে ফুটিয়ে তোলে পর্দায়..... মন দিয়ে না করলে সে পারতো ওসব সিন্ করতে?
এবারে বলি অনেকেই তো ডাইরি লেখে...... তা সেকি ওগুলো লিখে প্রকাশিত করে সবাইকে দেখায়? মোটেও নয়... ওই লেখা তার ব্যাক্তিগত. তার একান্ত নিজের. কিন্তু সেখানেও সে নিজের সাথে সৎ. মনের সব কিছুই পাতায় উজাড় করে দেয়. তাতেই সে পায় সুখ. নিজের মনের পুষ্টির জন্য এই ডাইরি লেখা. ঠিক তেমনি আমি বা বুম্বাদা বা আমাদের মতো যারা লেখেন.. তারা দুপক্ষের জন্যই অর্থাৎ পাঠক ও নিজের জন্য লেখে. এতে পাঠকের ভালোবাসাও যেমন বৃদ্ধি পায় আবার কিছু গল্প নিজের জন্য লিখে নিজের মুখেও হাসি ফোটে ❤
ছোটবেলায় আমি ছবি আঁকা শিখেছিলাম বা যারা শেখে তারা কি বড়ো হয়ে ছবি বিক্রি করবো বলে ভেবে শেখে ? দুটোতেই তো মনের প্রয়োজন.
আমি শিখেছিলাম বা আমার মতন যারা শিখেছিলো তারা শিখেছিলো নিজের জন্য.... ছোটবেলায় উল্টোপাল্টা আঁকতাম, তারপরে হাত আরও ভালো হলো.. আঁকার মান বাড়লো.... তা দেখে যে হাসি ফুটতো.. তা নিজের জন্য... ভবিষ্যতে আদোও আর আঁকতে পারবো কিনা সেসব মাথাতেও ছিলোনা.
মন দিয়ে কিছু করা আর মনের জন্য কিছু করা... দুই এইভাবে আলাদা.
আপনার ব্যাখ্যাটা খুব সুন্দর লাগলো। মনের পুষ্টি ব্যাপার টা খুব জরুরি হয়ে পড়েছে এই সময়।
আপনারা যেমন ভূমি, বুম্বার হনুমান পোষা লিখে মনকে পুষ্টি দিচ্ছেন , সেই লেখা পড়ে আমাদেরও মন পুষ্ট হচ্ছে। খুব ভালো লাগে এই ধরনের লেখা.... একটা সময় আনন্দমেলা আর শুকতারা গোগ্রাসে গিলতাম। তারপর এই কয়েক বছর আগে থেকে সেই ধরনের লেখা আর পাচ্ছি না... আপনারা লিখুন আর আমরা পড়তে থাকি।