17-09-2021, 11:07 AM
(This post was last modified: 17-09-2021, 11:52 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-09-2021, 10:40 PM)Baban Wrote: ধন্যবাদ আপনাকে ❤
.
একদমই একমত তোমার সাথে. প্রশ্ন উঠতেই পারে যখন ওতো ভিউ পাইনা তখন ঘোরার ডিম সময় খরচা করে, মাথা খাটিয়ে ঐসব বন্ধু, অচ্ছেনা অতিথি, এলোমেলো, একলা আকাশ বা ভূমি - র মতো গল্প লিখি কেন যখন জানিই যে লেখার দাম কয়েকজন ছাড়া দেবেনা? যখন ফোরামের নামই পাল্টে bengali sex stories হয়ে গেছে তাতে এসব গল্প কেন? এটাও জানি যে এইমুহূর্তে একটা জম্পেশ কামুক গল্প শুরু করলে যে পরিমান সাড়া পাবো তার 20 ভাগও ঐসব ছোটদের বা রোমান্টিক গল্পে পাবনা... তাহলে কেন লিখি?
উত্তর ঐযে বুম্বাদা বললো.... নিজের খুশির জন্য, নিজের মনের পুষ্টির জন্য. আমি ঐসব গল্প নিজের জন্য আগে লিখেছি তারপরে সবার মধ্যে বিলিয়ে দিয়েছি... আর অ্যাডাল্ট ক্ষেত্রে ব্যাপারটা উল্টো. পাঠকদের রসালো গল্প দিতে বিষয় বেছে নিয়ে এগিয়েছি. হ্যা.... আমার যাত্রা শুরু কামুক গল্প দিয়েই, বুম্বাদারও তাই... কিন্তু আমি... বা আমরা শুধুই তাতে আটকে থাকতে চাইনি. থাকতে চাইনি বদ্ধ ঘরে... মনের জানালা খুলে জগৎটা দেখতে চেয়েছি . তাতে আমরা সফল. এই ছোট্ট ছোট্ট গল্প গুলো লিখে যে সুখ পেয়েছি তা বলার মতো নয়. তাই এগুলোর মূল্য অন্যদের কাছে থাক আর নাই থাক... আমাদের কাছে মূল্যবান হয়ে থাকবে এগুলি. ❤ আর যারা এই গল্পের পাশে ছিল ও থাকবে তাদের মন থেকে ধন্যবাদ ❤.
একদমই তাই .. শুধুমাত্র অন্যকে আনন্দ দেওয়ার জন্য লিখতে লিখতে এক সময় self satisfaction জরুরী হয়ে ওঠে।
(17-09-2021, 08:10 AM)Bichitravirya Wrote: এখানে আমার কিছু বলতে ইচ্ছা হচ্ছে.... এটা আলাদা ব্যাপার যে আমি সব জায়গায় নাক গলাই...
কথাটা হলো... মনের পুষ্টির জন্য লেখা আর মন দিয়ে লেখা... দুটো কি খুব আলাদা ?
লেখা, আঁকা , গান গাওয়া, নাচা যাই হোক সেটা মন দিয়ে করতে হয়। এগুলো তে কি মনের পুষ্টি হয় না?
লেখা সে ইরোটিক হোক কি শিশুসাহিত্য... আঁকা সে প্রকৃতির হোক কিংবা এক নগ্ন মেয়ের... ফটোগ্রাফ সে পশু পাখির হোক কিংবা এক অর্ধউলঙ্গ মেয়ের ... এই সবই তো লেখক, পেন্টার, ফটোগ্রাফার মনের পুষ্টির জন্য করে।
বুম্বাদা শ্রীতমা লেখার সময় মন না দিলে শ্রীতমা এক সামান্য গৃহবধূ থেকে অতোটা সাহসী চরিত্রে কি পরিনত হতে পারতো ? এতে কি মনের পুষ্টি নেই?
বাবান দা সুপ্রিয়া লেখার সময় সুপ্রিয়ার চরিত্র যেভাবে বদলেছেন সেটা মন না থাকলে কি হতো?
নাকি শুধু মাত্র কোন লেখক তার ছোটবেলা নিয়ে লেখে, ছোটদের জন্য লেখে , নন-ইরোটিক লেখে , লেখার মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চায় তখনই সেটা থেকে সে মনের পুষ্টি পায়?
❤❤❤
মনের পুষ্টির জন্য লেখা আর মন দিয়ে লেখা .. এই দুটো এক নয়।
মন দিয়ে অর্থাৎ অন্তরাত্মা দিয়ে কিছু লিখলে বা কোনো ছবি আঁকলে সেটা পাঠকদের এবং দর্শকদের কাছে সমাদৃত হতে বাধ্য।
কিন্তু মনের পুষ্টির জন্য কিছু লেখা বা করা মানে নিজের জন্য কিছু করা .. অর্থাৎ যে কর্ম করলে আমরা self satisfaction অনুভব করি। সেক্ষেত্রে অন্যেরা কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না।