16-09-2021, 10:40 PM
(16-09-2021, 08:24 PM)Sanjay Sen Wrote: আমার খুব পছন্দের একটা গল্প হয়ে থাকবে এটা। তুমি এবং বাবান এই দুজনেরই ক্ষমতা আছে একাধারে কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য এবং ছোটদের জন্য গল্প লেখার।
কিন্তু ভাবতে অবাক লাগে তোমার এই ধরনের গল্পের পাঠক সংখ্যা এই সাইটে খুবই কম।
take care and get well soon bro
ধন্যবাদ আপনাকে ❤
(16-09-2021, 10:08 PM)Bumba_1 Wrote: অবাক যে আমারও লাগে না তা নয়। আমার মতে এর পেছনে দুটো কারণ থাকতে পারে।.
১) লোকজন মনে করে এই রকম একটা উত্তপ্ত এডাল্ট সাইটে আমার লেখা এই ধরনের নিরুত্তাপ গল্প তারা কেনো পড়বে .. তাই হয়তো পড়ে না।
২) এখানে শতকরা ৯৫% লোকজন হয়তো sex maniac .. তাই হয়তো এই ধরনের শিশুসুলভ গল্প পড়ার ইচ্ছা জাগে না মনে।
চুপচাপ পড়ে চলে যায় অনেকেই, সেটা বুঝি। তবে তোমরা যে দুই-তিনজন পড়ছো তাতেই আমি খুশি। কারন আমার বাকি থ্রেডগুলি এই সাইটে এখনো পর্যন্ত কল্পনাতীত সাফল্য পেলেও গল্পগুচ্ছ থ্রেডটি আমি আমার নিজের মনের পুষ্টির জন্য খুলেছি।
একদমই একমত তোমার সাথে. প্রশ্ন উঠতেই পারে যখন ওতো ভিউ পাইনা তখন ঘোরার ডিম সময় খরচা করে, মাথা খাটিয়ে ঐসব বন্ধু, অচ্ছেনা অতিথি, এলোমেলো, একলা আকাশ বা ভূমি - র মতো গল্প লিখি কেন যখন জানিই যে লেখার দাম কয়েকজন ছাড়া দেবেনা? যখন ফোরামের নামই পাল্টে bengali sex stories হয়ে গেছে তাতে এসব গল্প কেন? এটাও জানি যে এইমুহূর্তে একটা জম্পেশ কামুক গল্প শুরু করলে যে পরিমান সাড়া পাবো তার 20 ভাগও ঐসব ছোটদের বা রোমান্টিক গল্পে পাবনা... তাহলে কেন লিখি?
উত্তর ঐযে বুম্বাদা বললো.... নিজের খুশির জন্য, নিজের মনের পুষ্টির জন্য. আমি ঐসব গল্প নিজের জন্য আগে লিখেছি তারপরে সবার মধ্যে বিলিয়ে দিয়েছি... আর অ্যাডাল্ট ক্ষেত্রে ব্যাপারটা উল্টো. পাঠকদের রসালো গল্প দিতে বিষয় বেছে নিয়ে এগিয়েছি. হ্যা.... আমার যাত্রা শুরু কামুক গল্প দিয়েই, বুম্বাদারও তাই... কিন্তু আমি... বা আমরা শুধুই তাতে আটকে থাকতে চাইনি. থাকতে চাইনি বদ্ধ ঘরে... মনের জানালা খুলে জগৎটা দেখতে চেয়েছি . তাতে আমরা সফল. এই ছোট্ট ছোট্ট গল্প গুলো লিখে যে সুখ পেয়েছি তা বলার মতো নয়. তাই এগুলোর মূল্য অন্যদের কাছে থাক আর নাই থাক... আমাদের কাছে মূল্যবান হয়ে থাকবে এগুলি. ❤ আর যারা এই গল্পের পাশে ছিল ও থাকবে তাদের মন থেকে ধন্যবাদ ❤.