16-09-2021, 10:08 PM
(16-09-2021, 08:24 PM)Sanjay Sen Wrote: আমার খুব পছন্দের একটা গল্প হয়ে থাকবে এটা। তুমি এবং বাবান এই দুজনেরই ক্ষমতা আছে একাধারে কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য এবং ছোটদের জন্য গল্প লেখার।
কিন্তু ভাবতে অবাক লাগে তোমার এই ধরনের গল্পের পাঠক সংখ্যা এই সাইটে খুবই কম।
take care and get well soon bro
অবাক যে আমারও লাগে না তা নয়। আমার মতে এর পেছনে দুটো কারণ থাকতে পারে।
১) লোকজন মনে করে এই রকম একটা উত্তপ্ত এডাল্ট সাইটে আমার লেখা এই ধরনের নিরুত্তাপ গল্প তারা কেনো পড়বে .. তাই হয়তো পড়ে না।
২) এখানে শতকরা ৯৫% লোকজন হয়তো sex maniac .. তাই হয়তো এই ধরনের শিশুসুলভ গল্প পড়ার ইচ্ছা জাগে না মনে।
চুপচাপ পড়ে চলে যায় অনেকেই, সেটা বুঝি। তবে তোমরা যে দুই-তিনজন পড়ছো তাতেই আমি খুশি। কারন আমার বাকি থ্রেডগুলি এই সাইটে এখনো পর্যন্ত কল্পনাতীত সাফল্য পেলেও গল্পগুচ্ছ থ্রেডটি আমি আমার নিজের মনের পুষ্টির জন্য খুলেছি।