15-09-2021, 03:59 PM
(15-09-2021, 12:22 AM)Avishek Wrote: আবারো একটা অসাধারণ ছোটদের গল্প পেলাম আপনার ওই অচেনা অতিথি আর বন্ধুর পরে. যদিও ছোটদের বললেও গল্পের ভেতরের বার্তা আমাদের সকলের জন্য. এই গল্পেও ভূমির মাধ্যমে আপনি বন্ধুত্ব ও ভালোবাসাকে ফুটিয়ে তুললেন. বিশ্বাস ভক্তি ছাড়াও বন্ধুত্বের শক্তি কতটা সেটা দেখালেন. একটা প্রপার গল্প পেলাম অনেকদিন পর. বিশেষ করে শেষের অংশ টুকু দারুণ .
আমি আগেও বলেছিলাম সবার পক্ষে সবরকম লেখা সম্ভব হয়ে ওঠেনা. কিন্তু আপনি যেমন চরম উত্তেজক কামুক গল্প লিখতে পারেন, তেমনি একেবারে বিপরীত রোমান্টিক ও ছোটদের গল্পও সমান দক্ষতায় লেখেন. এখানে অনেকে শুধুই উত্তেজক গল্প পড়তে আসে, আবার অন্য স্বাদেরও. দুধরণের পাঠকই আপনার আছে. আপনি অর্জন করেছেন তাদের বিশ্বাস ও আকর্ষণ.
এইভাবেই লিখতে থাকুন.
আবারো অনেক ধন্যবাদ আপনাকে ❤
আমার দুধরণের লেখার ক্ষেত্রে ওই যে আগে বলেছিলাম যৌন উত্তেজক গল্প লেখার সময় নিজেকেও ওই পরিস্থিতির মাঝে নিয়ে আসতে হয়... মানে কি বলতে চাইছি বুঝতেই পারছেন. ওই মুহূর্তে অবাক কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি ও চাহিদা পাল্টে গিয়ে অন্য ধারণার সৃষ্টি হয়. তা সে আমার মাধ্যমে গল্পের চরিত্র ঠিক করুক বা ভুল.
আর এই বিপরীতধর্মী লেখার ক্ষেত্রেও তাই. তবে এখানে যৌনতার ছায়াও আসতে দিইনা, দেবোনা. এখানে মনের কথাগুলোই গল্পর মাধ্যমে ফুটিয়ে তুলি. তা সে সুখের হোক কিংবা দুঃখের, বড়োদের হোক বা ছোটদের. ভূমিও বড়োদেরই গল্প... ছোটদের চাদরে মোড়ানো শুধু.