14-09-2021, 09:56 PM
(14-09-2021, 08:25 PM)Baban Wrote: আমি বেশি কিছু বলবোনা... শুধু এইটুকুই বলবো শরীর, মন ভালো না থাকলে লেখা চাইলেও ঠিক মতো যথার্থ রূপে ফুটিয়ে তোলা কঠিন হয়ে পড়ে. আমারও এই লেখার যাত্রায় এরকম হয়েছে.... অসুস্থতার মধ্যে যথা সময় আপডেট দিতে হয়ে. আমি বুঝতে দিইনি কি অবস্থায় আপডেট দিচ্ছি. ভাগ্গিস আগের থেকেই এগিয়ে রাখতাম আপডেট গুলি.
কিন্তু আমার সামান্য অসুস্থতা আর তোমার অসুবিধার মধ্যে আকাশ পাতাল তফাৎ. তাই বলছি ওসব গল্প এখন ভুলে যাও দেখি...... আগে নিজের শরীর তারপর ওসব. আমরা তোমার পাঠক বন্ধুরা পাশে আছি. তোমার সুস্থতা কামনা করি দ্রুত ❤ আগে পুরো ঠিক হয়ে যাও তারপরে ভবেশ নন্দিনী বিট্টু আর সবাইকে আবার ফিরিরে আনো. আবারো ছন্দ মিলের যাত্রা শুরু হবে. কয়েক লাইন তোমার, কয়েক লাইন আমার আবার পোকাদারও.
এই থ্রেডে কিছু লিখতে হলে যদি শরীর দেয় ও মনে খুব ইচ্ছা জাগে তবেই লিখো. নইলে জোর করার কোনো দরকার নেই. আবারো বলি -
এ বাবু.... তাড়াতাড়ি সুস্থ হয়ে যা দেকিনি... তুর লেখার অপেক্ষায় থাকবু মোরা
আসলে কি জানো তো ওই ধরনের আদিরসাত্মক গল্পের আপডেট লেখার মুহূর্তে নিজের মনকে অনিচ্ছা সত্ত্বেও কামোত্তেজক করে তুলতে হয়। না হলে লেখার মধ্যে প্রাণ আসবে না কিছুতেই (এ কথা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো)। কিন্তু আমার শারীরিক এবং মানসিক এই অবস্থাতে নিজের মনকে আর যাই হোক উত্তেজিত করা অসম্ভব।
জলদি ফিরবোক বাবু .. চিন্তা করিস না বটে
(14-09-2021, 08:52 PM)Bichitravirya Wrote: এই মানুষটাকে যতো দেখছি ততো আশ্চর্য হচ্ছি। একদিকে বলছে শরীরের অবস্থা ক্রমাগত অবনতির দিকে এগিয়ে যাচ্ছে আর একদিকে বলছে আমরা চাইলে গল্পগুচ্ছ লেখার চেষ্টা করবে.....
এরপর এই লোকটাকে আর কি বলা যায় সেটাই ভাবছি....
❤❤❤
কি আর বলবে .. কয়েকটা মনপসন্দ কাঁচা খিস্তি দিতে পারো।
(14-09-2021, 08:57 PM)Sanjay Sen Wrote: আবারো নিজের কর্তব্য জ্ঞানের এক অদ্ভুত পরিচয় রাখলে। বর্তমানে আর লিখতে পারছো না, তাই শুধুমাত্র views বাড়াতে চাও না বলে thread টাই তুলে নিলে! তোমাকে বোঝা অন্তত আমার পক্ষে সম্ভব নয় বুম্বা।
তোমার non errotic গল্প পড়ে আমি বরাবর সমৃদ্ধ হই। তাই এখানে লিখলে তো ভালোই লাগবে। তবে আমি তো জানি আসলে তোমার কি হয়েছে, তাই হৃদয় চাইলেও মন থেকে চাই তুমি লিখো না। গান গাওয়াটাও বেশ কিছুদিন বন্ধ রাখো। তার সঙ্গে অফিস যাওয়াটাও স্থগিত রাখো বেশ কয়েকদিন।
বুম্বাচরিত্র বেজায় জটিল .. jisse pakadna mushkil hi nahi namumkin hai ..
তবে থ্রেড তুলে নেওয়ার কাজ যে এই প্রথম করলাম তা তো নয়। এর আগেও এই কর্ম করিয়াছি। চক্রব্যূহে শ্রীতমা লেখার সময় একজন খুব কাছের বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। তারপর sarit11 কে বলে থ্রেডটি কয়েকদিনের জন্য hide করে দিতে বলি। কিন্তু সেই সময় এতটাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম কথাগুলো আমার পাঠক বন্ধুদের জানাতে পারিনি বা তাদের মেসেজের রিপ্লাই দিতেও পারিনি।
তারপর আমার থ্রেডটি'কে খুঁজে না পেয়ে চক্রব্যূহে শ্রীতমা খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম কিছু একটি নামের থ্রেড কোনো একজন খোলে এবং সেখানে প্রবল জনরোষের সামনে পড়ে আমাদের বেঙ্গলি মডারেটর বাধ্য হয়ে আমার অনুমতি ছাড়াই থ্রেডটি'কে আবার ফিরিয়ে নিয়ে আসে। দিন দশেক পর এই সাইটে ফিরে পুরো ব্যাপারটা জানতে পারি। তাই পুনরায় যাতে এরকম কিছু না হয় তাই আগে থেকেই সবাইকে জানিয়ে দিলাম। গান হয়তো কয়েকদিন গাইছি না, তবে মাঝেমধ্যে অফিস যেতেই হচ্ছে। ওখানে গিয়ে তো শুধুমাত্র বসে থাকা ছাড়া কোনো কাজ করতে হয় না আমাকে .. তাই অসুবিধা নেই।