14-09-2021, 08:25 PM
(14-09-2021, 08:05 PM)Bumba_1 Wrote: অনেকেই PM করে জানতে চেয়েছেন হঠাৎ কি হলো নাগপাশ - the trap নামক আমার বর্তমান থ্রেডটি আর এই সাইটে দেখতে পাচ্ছে না কেনো !!
সবাইকে তো আলাদা করে reply দেওয়া সম্ভব নয়। তাই এখানে জানিয়ে দিলাম..
আমি মানুষ হিসাবে যেমনই হই না কেনো, আমার কাজের ক্ষেত্রে সব সময় সৎ থাকার চেষ্টা করি। দিনের পর দিন এই সাইটে থ্রেডটি'কে ফেলে রেখে পাঠকদের মনে মিথ্যে আশার সঞ্চার করতে চাই না এবং অযথা views বাড়াতে চাই না। তাই sarit11 কে বলে আপাতত কিছু দিনের জন্য hide করে দিয়েছি। কারণ, ভেবেছিলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। কিন্তু বর্তমানে আমার শরীরের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। কার্যত এই রকম শারীরিক এবং মানসিক পরিস্থিতিতে ওই ধরনের আদিরসাত্মক গল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
তবে আপনারা যদি চান মাঝেমধ্যে এই থ্রেড অর্থাৎ গল্পগুচ্ছ তে কিছু লিখতে পারি।
ধন্যবাদ .. ভালো থাকবেন সবাই।
আমি বেশি কিছু বলবোনা... শুধু এইটুকুই বলবো শরীর, মন ভালো না থাকলে লেখা চাইলেও ঠিক মতো যথার্থ রূপে ফুটিয়ে তোলা কঠিন হয়ে পড়ে. আমারও এই লেখার যাত্রায় এরকম হয়েছে.... অসুস্থতার মধ্যে যথা সময় আপডেট দিতে হয়ে. আমি বুঝতে দিইনি কি অবস্থায় আপডেট দিচ্ছি. ভাগ্গিস আগের থেকেই এগিয়ে রাখতাম আপডেট গুলি.
কিন্তু আমার সামান্য অসুস্থতা আর তোমার অসুবিধার মধ্যে আকাশ পাতাল তফাৎ. তাই বলছি ওসব গল্প এখন ভুলে যাও দেখি...... আগে নিজের শরীর তারপর ওসব. আমরা তোমার পাঠক বন্ধুরা পাশে আছি. তোমার সুস্থতা কামনা করি দ্রুত ❤ আগে পুরো ঠিক হয়ে যাও তারপরে ভবেশ নন্দিনী বিট্টু আর সবাইকে আবার ফিরিরে আনো. আবারো ছন্দ মিলের যাত্রা শুরু হবে. কয়েক লাইন তোমার, কয়েক লাইন আমার আবার পোকাদারও.
এই থ্রেডে কিছু লিখতে হলে যদি শরীর দেয় ও মনে খুব ইচ্ছা জাগে তবেই লিখো. নইলে জোর করার কোনো দরকার নেই. আবারো বলি -
এ বাবু.... তাড়াতাড়ি সুস্থ হয়ে যা দেকিনি... তুর লেখার অপেক্ষায় থাকবু মোরা