13-09-2021, 05:50 PM
(13-09-2021, 05:24 PM)Bichitravirya Wrote: তখন কাটাছেঁড়া করার ইচ্ছা ছিল না তাই করিনি। এখন করছি.....
গল্পের যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ভূমির মুখ দিয়ে বলা শিক্ষনীয় কথাগুলো। ভূমি যদি ওই দশ এগারো বছরের বাচ্চা হতো তাহলে কিন্তু ব্যাপারটা বড্ড বেমানান লাগতো। কিন্তু ভূমি এখানে একাধারে যেমন বাচ্চা তমনি ধরিত্রীমাতা...
আর একটা জিনিস.... কৃষ্ণ যেমন তার সখাদের কাছে বন্ধু হিসাবে থাকতে চেয়েছে... কোন ভগবান নয় সে সুদামা মাধব যদুর কাছে। তেমনি ভূমি এখানে ধরিত্রীমাতা হয়েও সে ওই অয়ন না কি নাম তার বন্ধু হতে চেয়েছে। খুব ভালো লাগলো বিষয়টা।
কৃষ্ণকে একবার নারদ মুনি বলেছিল মায়ের কোলে যা আরাম যা শান্তি তার তুলনা হয় না। ভগবান ও তাই বারবার অবতার নিয়ে শিশু রূপে ফিরে আসে সেই মায়ের কোলে.... ব্যাপারটা যেন ঠিক তাই ভূমিও শেষে বাচ্চা রূপেই ফিরে এসেছে
❤❤❤
অসাধারণ একটা রেপ্লায় আমার এই গল্পের ❤ গল্পের ফিডব্যাক এরকম পেলে মন আনন্দে ভোরে ওঠে.
এই কমেন্টের উত্তর তোমার আড্ডাতেই দিয়েছি... এখানে শুধু বলবো - kya baat.. Kya baat!! ❤❤