13-09-2021, 05:04 PM
(12-09-2021, 10:24 AM)sairaali111 Wrote:আচ্ছা এ রকম কেন হয় ? পৃথিবীর সব ভাল বস্তু , ভাল ব্যাপার , ভাল লেখা , ভাল মানুষ -- অ্যাতো ''দুর্লভ'' ( কখনো বা অতি-সংক্ষিপ্ত ) হয়ে ওঠে কেন ? মনীষী তারাশঙ্করের সেই অবিস্মরণীয় আক্ষেপ - '' জীবন অ্যাতো ছোট ক্যানে ...? !'' - সুস্থতার জন্যে দোয়া করছি জনাবজী । সালাম ।
ভালো মানুষ কিনা জানিনা তবে আমি সৎ .. এ কথা অনেকেই বলেন।
তবে আমি কিন্তু মনে মনে খুব খুশি .. যত তাড়াতাড়ি সম্ভব সাদাকালো এই ইট-কাঠ ভরা, জঞ্জালের শহর থেকে বিদায় নিয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমার মনের মানুষের কাছে সেই রঙিন দুনিয়ায় পৌঁছে যেতে পারি .. ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি এখন।