13-09-2021, 02:04 PM
(13-09-2021, 11:47 AM)a-man Wrote: সূচি দিনে দিনে বড় বেশি অহংকারী আর পোসেসিভ হয়ে যাচ্ছে, ভালো এটা গল্পের প্লটের জন্যে, তবে আকাশকেও বড় হওয়ার সাথে সাথে সাহসী এবং একরোখা হতে হবে তার চোখের তারাকে হাসিল করার জন্যে। আকাশ আর সূচির মাঝখানে আকাশের বাবার যশ খ্যাতি অর্থবিত্তের বিষয়টা অনাকাঙ্খিত ভাবেই চলে আসবে যা কিনা ভবিষ্যতে সুচিত্রাকে দ্বিধাদ্বন্দে ফেলে দেবে তাই আকাশকেই সুচির ব্যাপারে অগ্রসর হতে হবে। সুন্দর আপডেট, পড়লাম বিমুগ্ধ মনে। কৈশোরটা ভালোই উপভোগ করছে আকাশ আর সূচি মিলে।
আপনি আমার আপডেট বিমুগ্ধ মনে পড়ছেন... এটাই আমার কাছে সেরা উপহার বা প্রাপ্তি । আর কি চাই বলুন তো....
দেখা যাক ভবিষ্যতে কি হয়....
পড়তে থাকুন আর কমেন্ট করে আমাকে লেখার উৎসাহ দিতে থাকুন
❤❤❤