13-09-2021, 12:28 PM
(13-09-2021, 09:59 AM)Ankit Roy Wrote: গল্পটা নিঃসন্দেহে প্রশংসনীয় আর নামকরণের সার্থকতাও বিদ্যমান।একজন দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতার জীবন নিছক কামের তাড়নায় কিভাবে এলোমেলো হয়ে গেলো সেটারই বর্ণনা দিয়েছেন।কিন্তু দুটো খটকা লাগলো দাদা,জন্মদিনের আগের রাত্রে কাকলীর ফোনটা আসার পরেই গল্পের প্রেক্ষাপটে যেন পরিবর্তনটা হঠাৎ করেই চলে এলো!আর জীবনে সুপ্রতিষ্ঠিত একজন ব্যাক্তি নেহাত পরকীয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করবে এবং সেটার কোনো ইনভেস্টিগেশন হবে না,এটা একেবারেই ভিত্তিহীন মনে হলো।
প্রথমত ধন্যবাদ ❤
দ্বিতীয়ত বলবো আপনি আপনার প্রশ্নের জায়গায় ঠিক. কিন্তু উত্তরে বলবো - আমি যদি এটাকে বড়ো আকারের গল্পে লিখতাম তাহলে সব প্রশ্নের উত্তর পেতেন, সব খটকা দূর হতো. কিন্তু এটি একটি ছোট গল্প. মূল বিষয়টা তুলে ধরতেই এটি লেখা তাই সেই দিক থেকে দেখলে এটা যথার্থ. বাকি গল্প গুলো পড়েও নিজের মতামত জানালে ভালো লাগবে.
(13-09-2021, 10:29 AM)Sanjay Sen Wrote: ভূমি আসলে কে বা কি তার সম্বন্ধে একটা প্রচ্ছন্ন ধারণা বুম্বার করা মন্তব্য থেকে অবশ্যই পাওয়া যায়। তবে সেই দিকে আলোকপাত না করেই বলছি অয়ন আর ভূমির কাহিনী অনবদ্য।
ধন্যবাদ.. আর হ্যা একদমই তাই দাদা ❤
ভূমি কে? কি? না জেনে এইটুকুই আমরা জানি যে সে আর অয়ন খুব ভালো বন্ধু. এটাই তো আসল. ❤