13-09-2021, 12:21 PM
আজকের পর্বে এতবার ঠাসস ঠাসস পড়লাম যে আমারই কেমন কেমন লাগছে. বাবারে উফফফফফ এরকম একপিস কলেজ লাইফে আমিও দেখেছি... ওরে বাবা কি সাংঘাতিক ছিলেন তিনি... আমরা ছেলেরা পর্যন্ত তার দুস্টুমির সামনে কিছুই ছিলাম না... আর এই সূচি তো যত বড়ো হচ্ছে ততই রাগী হয়ে উঠছে. এতটাও কিন্তু ঠিক নয়. হাত কে সামলাতে জানেনা.... ভুল ঠিক সব কিছুর জবাব থাপ্পড় হয়না. উফফফফফ নকুল বিপ্লব আকাশ তিনজনের গাল পুরো লাল করে দিলো এই মেয়েটা. আমি কিন্তু এবারে ছেলেদের দলে এই বলে দিলাম.
আজ ও লম্বা বলে আকাশ বেশি কিছু করতে পারলোনা.... Ruko zara.. Sabar karo.. একদিন সেও লম্বা হবে.. সুচির থেকেও লম্বা বা সমান সমান হবে, গায়ে জোর আসবে... সেদিন কিন্তু থাপ্পর মারতে গেলে ওই হাত ধরে ফেলবে আকাশ.... কে জানে? তারপর হয়তো কোমর জড়িয়ে ধরে কাছে টেনে এনে....... ইয়ে বাকিটা আর বলবোনা
আজ ও লম্বা বলে আকাশ বেশি কিছু করতে পারলোনা.... Ruko zara.. Sabar karo.. একদিন সেও লম্বা হবে.. সুচির থেকেও লম্বা বা সমান সমান হবে, গায়ে জোর আসবে... সেদিন কিন্তু থাপ্পর মারতে গেলে ওই হাত ধরে ফেলবে আকাশ.... কে জানে? তারপর হয়তো কোমর জড়িয়ে ধরে কাছে টেনে এনে....... ইয়ে বাকিটা আর বলবোনা