13-09-2021, 09:59 AM
গল্পটা নিঃসন্দেহে প্রশংসনীয় আর নামকরণের সার্থকতাও বিদ্যমান।একজন দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতার জীবন নিছক কামের তাড়নায় কিভাবে এলোমেলো হয়ে গেলো সেটারই বর্ণনা দিয়েছেন।কিন্তু দুটো খটকা লাগলো দাদা,জন্মদিনের আগের রাত্রে কাকলীর ফোনটা আসার পরেই গল্পের প্রেক্ষাপটে যেন পরিবর্তনটা হঠাৎ করেই চলে এলো!আর জীবনে সুপ্রতিষ্ঠিত একজন ব্যাক্তি নেহাত পরকীয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করবে এবং সেটার কোনো ইনভেস্টিগেশন হবে না,এটা একেবারেই ভিত্তিহীন মনে হলো।