12-09-2021, 05:08 PM
(12-09-2021, 04:36 PM)a-man Wrote: কেমন লাগলো? মুগ্ধ হয়ে পড়লাম বাবান দা। সুন্দর পবিত্র মিষ্টি একটা গল্প। আসলে প্লট তৈরিতে আপনি অসাধারণ, পাঠকের মনে একটা প্রশ্ন রেখেই দিলেন যে ভূমি আসলে কে? পাঠকেরা নিজের নিজের মত করে সাজিয়ে নেবে ভূমি কে অথবা কি !
অনেক ধন্যবাদ a-man দাদা
আমার অন্য ছোট গল্পের পাশাপাশি এটাও আপনার মন জয় করতে পেরেছে দেখে ভালো লাগলো.
হ্যা ঠিকই ধরেছেন. আমি ওই প্রশ্ন রেখেই দিলাম আপনাদের মনে.পাঠক নিজের মতো ভেবে নিক কে ভূমি? কোনো দেবী? নাকি.........!!
(12-09-2021, 04:46 PM)Bichitravirya Wrote: প্রথম পড়ছিলাম মাথা দিয়ে। যখন ওই লাইনটা পড়লাম --- নইলে আজকের দিনে ওইরকম কাউকে দেখলে। এই লাইনটা পড়ার পর ভাবলাম হবে হয়তো কোন dark story.
কিছুক্ষণ পর গাছেদের বকা পড়তেই মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটা।
তারপর গল্প একটু এগিয়ে যেতেই মাথার সুইচ বন্ধ হয়ে গেল আপনাআপনি। আর তার সাথেই খুলে গেল মনের জানালা। গল্প যতো এগিয়েছে ঠান্ডা শীতল বাতাস সেই জানালা দিয়ে ঢুকে মনটাকে শান্ত করেছে। গল্প নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছা আর নেই
❤❤❤
আমি তো কালকেই বলেছিলাম একটা ছোটদের গল্প. হ্যা ওই অংশ টুকু আজকের দিনের বাস্তবের হালকা আভাস দিতেই রাখা. বাকি পুরোটাই এক বাচ্চার মানুসিকতা অনুযায়ী লেখা.
সবসময় সব গল্প ওই মগজ দিয়ে পড়ার জন্য হয়না.... তার জন্য আমার অন্য গল্প আছে.... কিছু গল্প আমি লিখি মন থেকে আর আমি চাই পাঠকও পড়ুক মন থেকেই. ❤
আমার গপ্পোটা যে তোমার মনে জানালা দিয়ে যে শীতল বাতাস প্রবেশ করাতে পেরেছে এটাই তো আমার সাফল্য.
(12-09-2021, 04:53 PM)ddey333 Wrote: অপূর্ব লাগলো ...
গল্পের মধ্যে দিয়ে যে বার্তা টি দেওয়া হয়েছে সেটা হয়তো অনেকে ঠিকমতো বুঝে উঠতে পারবে না !!
অনেক ধন্যবাদ. বুঝতে পারছি তুমি মূল বার্তাটা বুঝতে পেরেছো ❤
আর বাকিরা যে যেরকম আর যাই বুঝুন... সকলের মুখে একটা হাসি ফুটলেই আমার এই লেখা সফল.