12-09-2021, 04:46 PM
(26-07-2021, 12:19 PM)Baban Wrote: একটা কথা কি জানো... আমরা পুরুষরা নানাসময় পরিস্থিতি অনুযায়ী নারীকে সেই দৃষ্টিতে দেখি অনেক সময়. এই যেমন লোভে পাপ লিখছি... সেখানে নারীকে অন্য দৃষ্টিতে সবাই দেখছে আমিও তাই... কিন্তু যেই আমার একলা আকাশ এর গল্প লিখছি তখন নারীর থেকে বড়ো শক্তি আর কিছু হতে পারেনা সেটাই ভাবছি.. আবার পবিত্র বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত সেটা জানছি ওই বন্ধু পড়ে... শুধু আমার গল্প কেন? প্রত্যেক রোমান্টিক গল্পেই যেখানে ভালোবাসা সবার আগে স্থান পেয়েছে সেখানে নারী এক আলাদাই মর্যাদা পায়.
প্রেম ও নারী। একে অপরের পরিপূরক।
নারী এক আজব সৃষ্টি সৃষ্টিকর্তা বিধাতার, সে এক মাতৃসুলভ মমতার উদহারণ আবার কামনাময়ী প্রেমের উদাহরণ!
যাইহোক আমি অনেককেই এই অমর প্রেমগাথার এক ছবি সানফ্লাওয়ার https://www.youtube.com/watch?v=BvwSctFUJNY দেখার পরামর্শ দিয়ে থাকি যদি না দেখে থাকে। (কে জানে হয়তোবা এটা দেখার পর আপনার মাথায় কোনো একটা গল্পের প্লট চলেও আসতে পারে)