12-09-2021, 04:46 PM
প্রথম পড়ছিলাম মাথা দিয়ে। যখন ওই লাইনটা পড়লাম --- নইলে আজকের দিনে ওইরকম কাউকে দেখলে। এই লাইনটা পড়ার পর ভাবলাম হবে হয়তো কোন dark story.
কিছুক্ষণ পর গাছেদের বকা পড়তেই মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটা।
তারপর গল্প একটু এগিয়ে যেতেই মাথার সুইচ বন্ধ হয়ে গেল আপনাআপনি। আর তার সাথেই খুলে গেল মনের জানালা। গল্প যতো এগিয়েছে ঠান্ডা শীতল বাতাস সেই জানালা দিয়ে ঢুকে মনটাকে শান্ত করেছে। গল্প নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছা আর নেই
❤❤❤
কিছুক্ষণ পর গাছেদের বকা পড়তেই মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটা।
তারপর গল্প একটু এগিয়ে যেতেই মাথার সুইচ বন্ধ হয়ে গেল আপনাআপনি। আর তার সাথেই খুলে গেল মনের জানালা। গল্প যতো এগিয়েছে ঠান্ডা শীতল বাতাস সেই জানালা দিয়ে ঢুকে মনটাকে শান্ত করেছে। গল্প নিয়ে কাটাছেঁড়া করার ইচ্ছা আর নেই
❤❤❤